সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

 বিকেলবেলা 


দীপংকর  রায় 


সূর্যাস্ত দেখিয়ে বললে , এর চাইতে 

                             বিষণ্ণতা হয় ? 

আমি তখন আর এক মেঘের ভেতর সভ্যতার ভাঙা - গড়া দেখছি  


বক নেই একটাও --- সারসের ব্যবহার নেই গ্রাম -বাংলার  নদীর কিনারে 

ভাঙা ঝিনুকে ভরা আছে অনেক মুক্ত - রঙা বিষণ্ণতা ;

আর আছে যে নারী ---

বউ হয়ে জলের কাছে একলা গেল I 

 





দুঃখ - সুখের রাত্রি 

অশোক দত্ত 



সূর্যাস্তের পর আঁধার ঘনিয়ে এলে 

মন যেন আরেকটা সূর্যের সন্ধানে জেগে থাকে ----

অভিপ্রায় অদ্বৈত হয়ে ওঠে 

আমি ঘুমিয়ে পড়ি ----

যদি ভোর হয় তবে আমাকে মনসিজ নামে ডেকো !




শক্র

বিশ্বনাথ পাল



কাকে যে আঘাত করি , কার দিকে ছুড়ে দিই তির

তীক্ষ্ণ করে শব্দবাণ হতাশায় হয়েছি অধীর 

অথচ দেখিনি ভেবে ---শক্র আছে আমারই ভিতরে 

আমারই পথের কাঁটা ফুল হয়ে শোভা পায় ঘরে 

দেখেও দেখিনা আমি , রঙে মাতি,ভুলি ছদ্মবেশ

হয়তো হারালে তাকে জেতা যাবে  আর সব দেশ 





 

 




  

২টি মন্তব্য: