শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

২১ ফেব্রুয়ারি ভাষা দিবস

আজকের "যুগশঙ্খ" দৈনিকে প্রকাশিত  একটি  কবিতা 

অবিরল স্রোতধারা 
দেবাশিস সাহা 

টাটা সেন্টার শহিদ মিনার পেরিয়ে 
যে মেঘগুলো 
যে পাখিগুলো এইমাত্র উড়ে এল 
বুকের আকাশে 
লক্ষ করিনি ভালো করে 
সে আসলে মেঘ নয় , পাখি নয় 
সে আমার ভাষা মায়ের অবিরল 
                   স্রোতধারা 




1 টি মন্তব্য: