![]() |
ব্যাখ্যাতীত এক কবিতা ভাষায় কথা বলেন কবি সমীরণ ঘোষ। কবিতাকে আমরা ছন্দে অলংকারে প্রতীকে ব্যঞ্জনায় বাঁধতে চাই, কিন্তু সে তো একটা প্রয়াস মাত্র। তারপরেও যে অনেক উপলব্ধি অধরাই থেকে যায়। সেই ' অধরা'র কাছে যেন আমাদের পৌঁছে দিতে চায় কবি সমীরণ ঘোষের এইসব পংক্তিবিন্যাস------
কবি সমীরণ ঘোষ-এর কবিতা
সান্ধ্যবৈঠক
২১
গানের সিপিয়া থেকে গান মুছে গেলে ফলার নির্জন
হিসহিস করছে বাঁট
শূন্য আর চোখের তাওয়ায়
২২
প্রেতের কান্নার ঝাউ স্মৃতির শুমারি
রাত্রি জ্বালছে কালো গানে
২৩
তিলের চিবুকে গান ঝিলের বেগুনি
ছিপসহ জ্যোৎস্না ডুবছে
২৪
নিজের মাংসে গান জিভের সারস
আধপোড়া গোধূলি চাখছে
২৫
গানের ভেতর ভাঙাবাড়ি
সাতদিন বেড়াতে এলাম
দিনচার সুরের খাদান
পনেরোদিনের কুহু নিলাম হচ্ছে
ভাঙা হাটে
২৬
গলে যাওয়া গানকে জানতো
মৃত দেশ
সে-অনেক সান্ধ্যমল্লার
তারার বরফে আজও মুজরো বসেছে
২৭
গান ওর স্তন থেকে চমকে তাকাবে
তাই রাতের মেরুন
শিষের লন্ঠন তুলে বরফকঠিন
ছায়াপথ
২৮
গান ময়ূররঙের দিদিমণি
প্রেয়ারলাইনে একা
মুষড়ে যাওয়া বয়সবালক
২৯
চিমটেখোঁচানো এই সূর্যাস্ত বরফনতুন
গানের কলেও ধুধু। পিনের আত্মায় নেভা দেশ
৩০
তোমাকে ছুঁচ্ছি
মৃত স্পর্শের স্তনেও নীল গানের বলয়
৩১
ময়মনসিংহে আমরা গানই পুঁতেছিলাম
আস্ত করাতকল শিস দিল
বনের পাঁজরে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন