আজ কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় - এর ১০২ তম জন্মদিন । স্বরচিত কবিতাটি দিয়ে কবির প্রতি অন্তরের শ্রদ্ধা নিবেদন করলাম ।
বিশল্যকরণী
[ কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মরণে ]
দেবাশিস সাহা
তাঁর জীবন ছিল তাঁরই মতন।
এক চিলতে আকাশ
দু-চার খন্ড মেঘ,
এলোমেলো উদাস হাওয়া
দু-এক পশলা বৃষ্টি
এই নিয়েই ছিল তাঁর জীবন,
অবশ্য গ্রীষ্মের দারুন অত্যাচার
ঠেকানোর জন্য--
শীতের বিশাল লেপ ছিল
তাঁর অমোঘ বিশল্যকরণী।
* কবিতাটি রয়েছে আমার প্রথম কবিতার বই
' শব্দ আমার অগ্নিলতা ' (১৯৯০) বইয়ে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন