শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

শারদীয়া স্বরবর্ণ * ২০২১



 শারদীয়া " স্বরবর্ণে"র প্রস্তুতি চলছে। এই সংখ্যার জন্য যাঁরা লেখা পাঠাচ্ছেন বা পাঠাবেন ( ১৫ সেপ্টেম্বরের মধ্যে) তাঁদের কাছে অনুরোধ, লেখার সঙ্গে আপনার একটি ছবি , সংক্ষিপ্ত পরিচিতি (যেমন  ঠিকানা, ফোন নম্বর , প্রকাশিত গ্রন্থ ( থাকলে )  পাঠাবেন। কবিতার ক্ষেত্রে , অন্তত দুটি কবিতা পাঠান। আমরা একজন কবি বা লেখকের সৃষ্টিকাজকে সামগ্রিকভাবে ছুঁতে চাই।

লেখা পাঠাবেন নিচের ইমেইল বা হোয়াটস্যাপ নম্বরে -----

debasishsaha610@gmail.com

8777891532


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন