কবি অরিত্র চ্যাটার্জি-র দু'টি কবিতা
তেমন ম্যাজিক নেই
১
তেমন ম্যাজিক তো আর নেই
আকাশে বাতাসে
এত বেশি কুয়াশার ভিড়ে
ঝুলে থাকে অস্পষ্ট মানুষ
দূর থেকে দেখি
খুব ধীর গতিতে কোথাও
একটা ভারী দরজা খুলে যায়
জেনারেল আসবেন কি?
আমরা অপেক্ষা করি
আর অকারণ মদে
টেবিলগুলো লালে লাল হয়ে যায়
আমাদের অন্য কথা মনে পড়ে
বারেবারে স্বপ্নের ভেতর
যে মেয়েটি ভেসে ওঠে
আর ডুবে যায়
তার হিসেব মেলে না
বরং, এসব টুকরো ছবি
পরপর জুড়ে ফেলা থেকে
শেষ রাতের ওই নীলচে বাতাস
খুব সন্তর্পণে
আবারও আমাদের দৃষ্টি সরিয়ে দিয়েছে
২
যেখানেই খেতে যাব ভাবি
দেখি এক ফালি ব্লেড পিছু পিছু আসে
ঠিক কিরকম হবে, যদি একটা লোক
ধরো ব্লেড চিবিয়ে খায়
এ নিয়ে তো নবারুণ ভেবেছিলেন
মেটিয়াবুরুজ থেকে আরেকটু হেঁটে
অহেতুক থিয়োরি ছাড়াই, আমিও দেখেছি
কিরকম ক্ষুধিত হাঁয়ের ভেতর
ধারালো রোদ্দুর লেগে আছে
আমি তার গভীরতা মাপি
হিসেব করি কত কত ন্যটিকাল মাইল
আর আমার পিছ পিছু নামে সেই অন্তর্বর্তী কুকুর
সময়বিশেষে যার সাথে আমি
উদাসীন রাজনীতিটুকু আলোচনা করে নিতে পারি

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন