দেশ কাল সমাজ সচেতনতা কবি দেবাশীষ সরখেল-এর কবিতার মূল সুর হয়ে বাজে। খানিকটা তির্যকভঙ্গিতে সমাজের অসঙ্গতিগুলিকে কবি ধরতে চান। শেষ পর্যন্ত আস্থা রাখেন সেই জীবনে ' রঙে রসে শিমুলে পলাশে জাগে' যে 'দেহাতি জীবন।'
কবি দেবাশীষ সরখেল-এর দু'টি কবিতা
সন্ধানবীজ
আর সময় পাবে না বেশি দেরি নেই ধরো ওকে ,
জেনে নাও
ঐ পথ
রথ
মার্সিডিস এসে যাবে
সমাগত সময়।
অনেক পাসওয়ার্ড এটিএম কোড আইডি
এই তো সময়ে মুক্তো সন্ধানের ,
অনেক চাবির গোছা
যা দিয়ে খুলবে পৃথিবীর রহস্যময় রাজপ্রাসাদ।
তার সিংহদ্বার গুলি ।
মন্ত্র নাও
নদীর ঘোলা জল পাল্টে যাবে
ক্ষীরের প্রবাহে
জেনে নাও
সেই শব্দ গীত দোহা
যা দিয়ে কেবল খেউউ নয়
বেজে যায় সিন্ধু-বারোয়াঁ ।
যম
ডান হাতে যম দন্ড কালান্তক যম
লেগেছে গভীর বন্যা ,বর্ষা ঝমঝম
ফোটা পদ্ম দাঁত, নেই যে কামড়
নগ্ন পা নগ্ন উরু পেত্নী জ্বলে দাঁত কড কড
ভাব সমাধির মাঝে কানু মন, নয় চুরি চুরি
ঢেউ ভাসছে ঢেউ হাসছে ঢেউ বাহাদুরি
গুহামুখ নৃত্য করে অগ্নি মশাল
লুপ্ত অক্ষরেখা , বক্ষের বাগান তপ্ত
স্নিগ্ধ লালে লাল
যুদ্ধকালে লুপ্ত পরাজয় , শূন্য ফলাফল
উগালযাবটে মাটি লোল
জাগে ফুলের ফসল ।
দেবাশিস সরখেল-এর কবিতার বই
![]() |






অতি পরিনত কবি দেবাশীষ সরখেল। প্রথম কবিতা 'সন্ধানবীজ'-এর সিন্ধু-বারোয়াঁ দ্বিতীয় কবিতা 'যম'-এ এসে তালপ্রধান ছন্দে কী অনায়াসে সমে মিশে যায়। অসংখ্য অভিনন্দন।
উত্তরমুছুন