কানাইলাল জানা বাংলা কবিতায় একটি পরিচিত নাম। তাঁর কবিতায় পরতে পরতে লেগে থাকে চেতন-অবচেতনর সূক্ষ্মাতিসূক্ষ্ম মোচড় । তাঁর শব্দ বুনন কৌশলের অন্তরালে লুকিয়ে থাকে গভীর কাব্য সুষমা। জীবন সম্পর্কে কবির উপলব্ধি স্পর্শ করে পাঠকের মন।'শোক আর শ্লোক মিলেমিশে জীবন,/ পালকের গায়ে স্বপ্ন জমে জমে যেমন পাখি...'
কবি কানাইলাল জানা-র দুটি কবিতা
হুজুগে কথারা
হুজুগে কথারা সরল সত্য কথার মতো হয় না।
জলের কাছে জলের গভীরে গিয়ে পাতাতে পারে না আগুন রাঙা সম্পর্ক।
হুজুগে কথারা ভূমিজল অতীন্দ্রিয়-বাণী ময়ূরপুচ্ছ পায় না,
তারা কর্পূর ও প্রলাপের ভেতর প্রসব পল্লবিত...
হুজুগে কথারা দ্যাখে না ঈশ্বরের পাঠশালা
জোনাকি-বন্দিত চন্দন চর্চিত গতিবিধি।
আম আঁটির ভেঁপু বাজিয়ে চলে যায়
আহ্লাদে আটখানা হওয়া আর্তস্বরের দিকে..
হুজুগে কথারা গ্রাহ্য করে না ষড়রিপু পয়ার ছন্দ রহস্যময় কুঁড়েমি।
উল্লাসধ্বনি তুলে শঙ্খলাগা বয়ঃসন্ধির গায়ে টোকা দিয়ে
তারা দৌড়ে যায় মফস্বলের গায়ে হুমড়ি খেয়ে পড়তে..
গন্ডুষে ধরে রাখি পুণ্য
দুঃখ যেভাবে দ্যাখে তার দুখীকে
তেমনি আমি দেখি তোমাকে
অথচ সেই তুমি আমাকে ছুঁয়ে থাকো
ডাঁশ যেমন ছুঁয়ে থাকে গোরুর পিঠ,
তফাৎ এই কোনো রক্তপাত নেই।
প্রতিদিন যত পাপই করি,গন্ডুষে ধরে রাখি পুণ্য।
শোক আর শ্লোক মিলেমিশে জীবন,
পালকের গায়ে স্বপ্ন জমে জমে যেমন পাখি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন