শনিবার, ১৪ আগস্ট, ২০২১

মৃন্ময় মাজী





বলিষ্ঠ সাবলীল উচ্চারণে শব্দের মালা গাঁথেন কবিতায় তরুণ কবি মৃন্ময় মাজী। জীবনের ' সমস্ত ব্যর্থতা ' কী ভাবে ' রোদের আড়াল ' করতে হয়, জানেন কবি। তাই কবিতায় ' মিইয়ে থাকা শরীরের জ্বালা ' অনায়াসে ' ধাপ্পা দিয়ে পাশ ' কাটিয়ে জীবনের চলার পথে হাঁটেন কবি। আর শব্দে শব্দে বাজে সেই  চলার অনুরণন।




 কবি মৃন্ময় মাজী-র দু'টি কবিতা  


ধুলোর দস্তানা



চারদিন শুকিয়ে পঞ্চম দিন তুলে

রোদের আড়াল করলাম

সমস্ত ব্যর্থতা

দেখি অন্ধকারে কানামাছি

খেলছে মিইয়ে থাকা শরীরের জ্বালা


ধাপ্পা দিয়ে পাশ কেটে যাই

চোখ কচলায় ধুলোর দস্তানা।




মাছিজন্ম



অপরাধী চোখে

শিদ্দাড়াতে চুমু খায় নাভি

ঢোক গিলে শুখা লালা রস ।


আকাশের দিকে চেয়ে চেয়ে

আয়ু চেঁছে মাছিজন্ম খুঁজি বার বার।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন