শনিবার, ১৪ আগস্ট, ২০২১

বিধান ঘোষ



সময়ের অস্থির সংলাপ শোনা যায়  কবি বিধান ঘোষের কণ্ঠে। ধ্বনিত হয় প্রতিবাদ। ভূগোলের গন্ডি পেরিয়ে  প্রকারান্তরে মানবিকতাকেই খোঁজেন কবি।' পাখি হলে ক'টা পাসপোর্ট-এর প্রয়োজন হত ' বিভেদকামী মানুষের কাছে কবির জিজ্ঞাসা।


কবি বিধান ঘোষের দুটি কবিতা 


মানুষের জন্য 


তুমি আকাশ হলে দেশ কাকে বলতে, 

হওয়া হলে তোমার দেশ কোনটা হতো, 

জল হলে দেশের নাম কি রাখতে,   

পাখি হলে কটা পাসপোর্টের প্রয়োজন হতো, 

কিন্তু দুঃখ একটাই তুমি অসহায়, 

তোমার একটা নির্দিষ্ট দেশ আছে, 

তুমি সালা আস্ত একটা মানুষ.. .



আবর্ত 


জটিলতা ধরে উড়ে যায় মেঘ, 

মেঘের সাথে কাঁচ, 

কাঁচের সাথে আলো, 

আলোর সাথে অন্ধকার আর তার পেছনে তুমি, 

উড়তে উড়তে কোথায় গিয়ে পড়বে কে জানে, 

হয়তো বৃষ্টি হয়তো ঝড় অথবা কোনো পাখির ঠোঁটে 

মুক্ত বিন্দু হয়ে বলবে প্রাণ, বলবে প্রেম, 

বলবে এইতো ফিরেছি জীবনে--এক নিবিড় সমুদ্রে, 

আবার মেঘ হবে, কাঁচ হবে, আলো হবে, 

অন্ধকার হবে, হবে মুক্ত বিন্দু প্রাণ.. .

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন