শনিবার, ১৪ আগস্ট, ২০২১

সন্দীপন গঙ্গোপাধ্যায়

 


 

 ' ছায়াহীন এখন আমি / মেঘের ফাঁকে খুঁজি সূর্যকে।' ব্যক্তিক এই উচ্চারণ সর্বজনীন হয়ে ওঠে কবির পেলব শব্দচয়নের দক্ষতায়। সহজ ব্যঞ্জিত উচ্চারণে কবি সন্দীপন গঙ্গোপাধ্যায় তাকে ছুঁতে চান ' প্রত্যেক নীলাভ উচ্চারণে/ চোখের জল মেশানো থাকে।' উপলব্ধির এমন এক ভিন্ন জগতে  আমাদের পৌঁছে দেন কবি।


 

 কবি সন্দীপন গঙ্গোপাধ্যায়-এর দু'টি কবিতা


 ভয় 


আমার রৌদ্র চুরি করেছে 

কোনো এক অবসন্ন বিকেল । 


ছায়াহীন এখন আমি 

মেঘের ফাঁকে খুঁজি সূর্যকে । 


যদিও বৃষ্টি এসে বলেছিল 

কাঁদিস না। আমি আছি ভেজাতে। 


আমি তবু ভয়ে থাকি 

হারিয়ে যাবার

 ভালোবাসাহীন ঘরের ভেতর। 


 

যন্ত্রণা /১ 

        


প্রত্যেক নীলাভ উচ্চারণে 

চোখের জল মেশানো থাকে । 


স্পষ্ট দেখা যায় না 

অথচ হৃৎপিন্ড লাফায় । 

যেভাবে শিশির বসে 

ঘাসের ডগায়। রাত্রিতে । 


কেউ পুড়ে যায় 

কারও পোড়ার অপেক্ষা । 

 

২টি মন্তব্য:

  1. দুটি কবিতাই অসামান্য। সন্দীপন বৃষ্টি দিয়েও আগুন জ্বালাতে পারেন। একটা নিঃসঙ্গ বেদনা ওঁর লেখার ভিতর দিয়ে ফল্গুধারায় বয়ে চলে। আমরা অজান্তে ভিজে যাই, পুড়ে যাই।

    উত্তরমুছুন