এ সময়ের অন্যতম শক্তিশালী তরুণ কবি। বিষয় ভাবনার নানাবিধ বৈচিত্র ছুঁয়ে থাকে তাঁর কবিতা। স্বকাল ও স্বদেশ ভাবনা তার মধ্যে অন্যতম ।' যত প্রকারে পোড়া যায় তত প্রকারে পুড়ে / আজ এক পোড়ার নাম ভারত' স্বাধীনতার আগে এবং পর থেকেই তো ভারতবর্ষ পুড়ছে ,কে অস্বীকার করতে পারবে ? দেবার্ঘর উচ্চারণে উঠে আসে ভারতবর্ষের তেমনই এক করুণ চিত্র।
কবি দেবার্ঘ সেন-এর দু'টি কবিতা
নিষ্প্রয়োজন থেকে
১
উজান স্রোতে আর বিশ্বাস নেই।
এবার থামো; আমিও থামলাম।
শিখর থেকে ক্রমাগত নামছে, আধুরা
শিরায় শিরায় জলীয় ভৌতিক।
যত প্রকারে পোড়া যায় ততপ্রকারে পুড়ে
আজ এক পোড়ার নাম ভারত।
২
কানের লতিতে একটা উপত্যকা গন্ধ --
ক্ষমার বেলুন ফেটে গ্যাছে
হ্যালান দিয়ে বসে আছে
অমেরুদণ্ডী।
তুমি তাকে অনায়াসেই মোদি বলতে পারো
অনুমতির প্রয়োজন নেই।

উরিব্বাবা! 'কোথাকার তরবারি কোথায় রেখেছে'! একবুক অভিনন্দন।
উত্তরমুছুনঅজস্র ধন্যবাদ দাদা, আমার শ্রদ্ধা জানবেন 🙏
মুছুন