' আমি ঘাস চুম্বনের উপন্যাস লিখি পাতার পর পাতা ' অথবা ' বিষাদ লিখি অক্ষরের আদলে ' --- এভাবেই আন্তরিক উচ্চারণে কবিতার অপার রহস্যময় আকাশ ছুঁতে চান কবি পায়েল শেঠ। প্রবল সম্ভাবনাময় এই কবির কলম। ' স্বরবর্ণে' আমরা পড়ি ---
কবি পায়েল শেঠ-এর দুটি কবিতা
বিতরণ
প্রেমে যে উন্মাদনা প্রবল
তার মধ্যে নিহিত থাকে মহাপ্রাণ
হেঁটে চলে যায় অক্ষর , কুয়াশার আড়ালে
বৃক্ষ করে তোলে আমাদের , বিচ্ছেদ চিন্তা অর্থহীন।
তুলি ধর হাতে, জলে ভিজতে দাও তার কেশর গুচ্ছ
তারপর মাড়িয়ে দাও পায়ে ডেলা ডেলা রঙ ।
আমি ঘাস চুম্বনের উপন্যাস লিখি পাতার পর পাতা,
শূন্যতা পুষে রাখার চেয়ে বিতরণ করা
অনেক বেশি সুখকর।
শ্যাওলা
একটা একটা করে শব্দ মিলিয়ে যাচ্ছে
ঘন কুয়াশায় , বিবশ শরীরে
অনার্দ্র পাতা ঢেকেছে পথ।
আমি বিষাদ লিখি অক্ষরের আদলে,
কি ভীষণ নির্দয় ভাঙাচোরা আওয়াজ।
কবিতা ধুয়ে যাচ্ছে নির্বোধ স্নানে,
বাথরুমের শ্যাওলা ঘষে তুলছে
একটা আধলা ইঁট ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন