গভীর জীবনবোধ, আবেগের সঙ্গে মেধার পরিমিত রসায়ন--- সবমিলিয়ে ধৃতিরূপার কবিতা বিশিষ্টতা দাবি করে। ' তারপরে অনন্ত স্বাদে/ রন্ধনে একক শরীর...' এখানে ' আপামর ' এই ছোট কবিতাটিতে শরীর সর্বস্বতার মর্মরিত হাহাকার যেভাবে বেজেছে, তা এককথায় অনবদ্য।
কবি ধৃতিরূপা দাস-এর দুটি কবিতা
আপামর
১
ঘুমোনোর আগে ওই লোকটি
ঘুমোনোর উপযোগী অঙ্গ
একে একে টেনে নিয়ে সাজাবেন
আপামর দেহ নিয়ে লোকটা
ঘুমোবেন তারপর। নয় কি?
২
ভীষণ কষাটে লাগে
বরষা না পাওয়া মাঠে পাটশাক
ভীষণ লবণ,চিনি, লালা দিয়ে জারানোর পর
একে একে ফিরে আসে আপামর জরায়ুর ভোট
তারপরে অনন্ত স্বাদে
রন্ধনে একক শরীর...
একে একে দুই ফালি ঋতুস্রাব মুখোমুখি
হওয়া

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন