সমসাময়িক জীবনযন্ত্রণার প্রতিচ্ছবি তীব্র কটাক্ষে ফুটিয়ে তোলেন কবি সুফল সান্যাল। তাঁর শব্দ ব্যবহার, চিত্রকল্প রচনার দক্ষতা, সামগ্রিকভাবে তার কবিতা পাঠকের দৃষ্টি আকর্ষণ করে।' খুঁজতে বেরিয়েছি সূর্যাস্ত ডাইনিং টেবিলে ' কিংবা ' নিম্বাস মেঘে বেডরুম ছেয়ে আছে ' এমনতর উচ্চারণে তৃপ্তি পায় পাঠকের কাব্যস্বাদ।
কবি সুফল সান্যাল-এর দু'টি কবিতা
কাঁকড়া
কাঁকড়ামেঘ আসমান জুড়ে
বিশুদ্ধ শিকারী ব্যাধের একাগ্রতায়
হৃদপিন্ড ফুসফুস ধমনী ক্যান্সার সার্জেন
বাইপাসে পেসমেকারের মোমেন্টাম
পোস্টমর্টেমে অন্ধকার গলিঘুঁজি
পেনিট্রেশনের রাত
হেলে পড়া রাইফেল টাওয়ার ওঠানামা করে
রুটিন ওয়ার্কশপ, শামানিক রিদম বাজছে
ঘন অরণ্যে মৈথুনশেষে ফ্যাদামাখা লিঙ্গ
পর্নো চাইছে। চাইছে অবাধ যৌনউন্মাদনা
আমরা এখনও সোলমেট খুঁজছি হেলমেট পরে
খুঁজতে বেরিয়েছি সূর্যাস্ত ডাইনিং টেবিলে
অন্তর্বাসের ফিতে পৌর্ণমাসিক চাঁদ
অন্যপ্রান্তে ঝুলে আছে লকলকে জিভ
ম্লানহাসিমুখে সরীসৃপপতনের শীত
নিম্বাস মেঘে বেডরুম ছেয়ে আছে
ধ্বংসমগ্ন
ধ্বংসমগ্ন ম্যানগ্রোভের অরণ্য; ক্ষয়শীল
চিড়বিড় শব্দচ্ছটা; চেলো বাদকের সুর
বিষন্নতার; স্ব-আরোপিত সংকট; নিঃস্তব্ধ
নিঃসঙ্গ পথ; চোয়াল উপড়ে নেওয়া দ্রুততম
কর্কট; বিস্ফারিত টিউমর; আত্মহননের
প্রত্যয়াদি; গোগ্রাসে মুখে তোলা নরমাংস;
আলোর অনুপস্থিতি লক্ষণীয়;
কূপমন্ডুকতার দিবারাত্র; বিশ্ববিদ্যালয়ের
তৃতীয় বর্ষ; মুঠোফোন- যান্ত্রিক
সামাজিকতা; মরণাকাঙ্ক্ষী পিপীলিকার
ডানা; ইনফিল্ট্রেশন- অস্থিতে মাংসযোগের স্মৃতি;
ক্যান্সার ছড়িয়ে পড়েছে ডাক্তার প্রেস্ক্রিপশন লিখছে-
সার্জারী-কেমো-রেডিয়েশন; শহরের আকাশ উজ্জ্বল
অ্যাপোক্যালিপ্টিক অরেঞ্জ; ধ্বংসাকাঙ্ক্ষী
রুক্ষ পাহাড়;
নৈর্ব্যক্তিক স্বরে লিখে চলা
অনন্তকাল; অনন্তকাল।

দুটি কবিতাই অনবদ্য। প্রকৃত অর্থেই অসামান্য অধুনান্তিক। প্রাণভরা ভালোবাসা ও শুভেচ্ছা নেবেন।
উত্তরমুছুন