' হঠাৎ তোমার গলায় চুম্বন আঁকলে / থেমে যাচ্ছে বাজতে থাকা নেশাতুর আগমন' এমন উচ্চারণে অনিমেষের তারুণ্য কবিতার রহস্যময় আলো আঁধার ছোঁয়ায় ব্যাকুল, একথা বলার অপেক্ষা রাখে না। তিনি আরও নিবিড় পাঠ উপহার দেবেন ,আমরা প্রতীক্ষায় ----
কবি অনিমেষ-এর দু'টি কবিতা
দিন
গান বদলে গেছে, সুর বদল করেছে সন্দেহ
এখন আশাতীত সাফল্যের পর তুমি মেলে
দিচ্ছো ডানা মাটির ওপর।
তোমার পা ধরে ছড়িয়ে পড়ছে অজস্র সব
স্মৃতি আর পদচারণা,
এক গম্ভীর বৃষ্টি নামবে বলে...
সংযোগ
অন্ধকারের ভেতর তুমি রেখে গিয়েছো যোগাযোগ।
কাছে এলে সাপের মতো জড়িয়ে পড়ছো সারা শরীরে,
ক্লান্ত ঠোঁট হঠাৎ তোমার গলায় চুম্বন আঁকলে।
থেমে যাচ্ছে বাজতে থাকা নেশাতুর আগমন...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন