শনিবার, ১৪ আগস্ট, ২০২১

দেবাশিস সাহা




কবি দেবাশিস সাহা-এর দু'টি কবিতা


এবার চলি



একটা নৌকা বাড়িতে এসে ডাকে

চলো, বেরিয়ে পড়ি ভুবনবিহারে

ডানা ঝাপটে বেয়াড়া কাক হাঁকে

কবে ফিরবে, রবি না, সোমবারে?


জানিনা তো, আগে বেরিয়ে তো পড়ি

বুকের ভেতর ভাষার এত  আন্দোলন

খাট আলমারি যতই শক্ত করে ধরি

কিছুতেই স্থির থাকতে চাইছে না মন।


থাকবে কী করে বেলা কি হলো কম

বই -খাতা-পেন সবারই মন খারাপ

ভালো লাগছে না কারোরই একদম

ছেড়ে যেতে হবে এই সব পুণ্য ও পাপ।


পাপের কী আছে, পুণ্যেরই বা কী

চলো, ঘুমন্ত নদীকে তাড়াতাড়ি ডেকে বলি

দাঁতে কাটবো আকাশ, যেটুকু আছে বাকি

নিয়ে এসো স্রোতধারা, এবার চলি...




 ৩ - ২০


বুকের উদ্ভিদ ফুঁড়ে এখনো মাথা উঁচু করে স্বনামধন্য চিল

এখুনি যাবে ?


না-ফেরা বাতাসে

কোথাও ভীষণ পরাজিত প্রজাপতিটি উড়ছে

সঙ্গে নিয়ো, ৩ - ২০


দু'চোখে ধরছে না

এত সমুদ্র তোমার

আরো কিছু চোখ দিয়ো


আরো কিছু ক্যাকটাস, মরু ঝড় কিছু

সঙ্গে নেব




দেবাশিস সাহার বই 

কাব্যগ্রন্থ 


শব্দ আমার অগ্নিলতা
মাছরাঙা ও অলীক ধুতরো 
অন্তহীনা  কী নাম তোমার 


স্মৃতিকথা  

দুএক কণা শৈশব 


উপন্যাস

ধুলোর সিংহাসন 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন