কবি পিয়ালী বসুর কবিতার বহুমাত্রিকতা পাঠককে স্পর্শ করে। জীবনকে দেখার স্বচ্ছ পরিষ্কার দৃষ্টিভঙ্গি তাঁর। শব্দ ব্যবহারের অত্যন্ত দক্ষ, ভাব প্রকাশের অনুগামী হলে বিদেশি শব্দ ব্যবহারেও তিনি কুণ্ঠিত নন। এই বৈচিত্র্যই কবি পিয়ালী বসুর অনন্যতা। ভালোবাসা সম্পর্কে তার মূল্যায়ন ' ভালোবাসা আদতে বেঁচে থাকে /অনুপস্থিতির ট্রান্সপ্যারেন্ট পোর্টিকায়।'
কবি পিয়ালী বসু-র কবিতা
ফ্রিকোয়েন্সি
---------------
স্পর্শের কথা ভাবি না আর
ভাবি তার পরিসীমার কথা
.
বিচ্ছিন্নতাহীন অনন্ত অসুখে ভোগার পর
অভ্যস্ত প্রেমও স্বেচ্ছা অবসর নেয়।
.
স্থিতি নয় ...
ভালবাসা আদতে বেঁচে থাকে
অনুপস্থিতি'র ট্রান্সপ্যারেন্ট
পোর্টিকোয়।
পাঁচটি এক লাইনের কবিতা
সময়
---------
না বলা হাজারো কথা এখন শাসিত হয় শরীরে
অন্ধকার
-------------
দুরভিসন্ধির সন্ত্রাস
অপেক্ষা
------------
স্মৃতির ভিতর চেনা স্বরের প্রতিধ্বনি
ক্ষত
------
আনুগত্যের ছায়ায় বেঁকে যাওয়া শিরদাঁড়া
শূন্যতা
----------
ভারসাম্যবিহীন ক্লান্তিকর চলাচল

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন