বুধবার, ১৭ মার্চ, ২০২১

দেবাশিস সাহা ( দুটি কবিতা )

                                                                    


 


স্বপ্ন 


রোজ আমি স্বপ্ন দেখি 

গুটিগুটি পায়ে দারিদ্রসীমা পেরোচ্ছে ভারতবর্ষ

প্রবঞ্চনা ফিরিয়ে দিয়েছে এদেশের একশো কুড়ি কোটি মানুষ

কোন নিমন্ত্রণ ছিল না যেসব শরীরে কোনদিন

সেখানেও উৎসব আজ

নির্মাণে নেমেছে নতুন শিশু

কুয়াশার প্রাচীর খেলে উঁকি দিচ্ছে চাঁদ

এই প্রথম আলিঙ্গনে কেঁপে উঠছে এ দেশের মাটি

রাশি রাশি ধান আর ধানক্ষেতে

ভরে যাচ্ছে উঠোন

উঠোনে উঠোনে আজ ভোরের বাতাস

                                              নতুন সূর্যের হামাগুড়ি


রোজ আমি স্বপ্ন দেখি

গুটিগুটি পায়ে দারিদ্রসীমা পেরোচ্ছে ভারতবর্ষ...




আনন্দ



মুখ তোলো
তোমার মুখের এখন আমি একটা ছবি নেব।


তোমার মুখের এই হাসি
পাহাড়ি ঝরনার মতো এই খুশির ফোয়ারা
নাও থাকতে পারে কাল।


তোমার মুখের এই রোদ্দুর 
রোদ্দুরের ভিতরে নদীর এই উচ্ছলতা
মুছে যেতে পারে কাল ।


মুখ তোল
এইবেলা তোমার মুখের আমি একটা ছবি নেব ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন