এই বিভাগে আমরা এমন দু-একটি কবিতা পড়ব , যে কবিতা আমাদের অন্তর্লোকে বিস্ময় সৃষ্টি করে শুধু নয় ,আমাদের কবিতা পড়ার আনন্দে অবগাহন করায় , প্রতি দিন প্রতি মুহূর্তে | এই পর্যায়ের কবি যে সবসময় বিখ্যাতই হবেন , এমনটা নয় , তিনি অখ্যাত তরুণ তরুণতর কবিও হতে পারেন , কিন্তু ,শর্ত একটাই ,কবিতাটি যেন আমাদের মর্মলোক স্পর্শ করে | প্রথম সংখ্যায় 'প্রিয় কবি প্রিয় কবিতা ' বিভাগের কবি হলেন স্বনামধন্য কবি সুবোধ সরকার |
আমাদের দিন
সুবোধ সরকার
ককপিটে যেমন বসি, এই হাতে চুড়িও পরি
মাঠে মাঠে খরার আগে, জল এনে কলসি ভরি ।
জল এনে দেবার লোক, বেশি নেই এ সংসারে
মেয়েরাই পাতাকুড়োনি, দুঃখকে কুড়োতে পারে ।
ঘরে করি লড়াই রাতে, আদালতের লড়াই দিনে
বাড়ি ফিরি বাবার কাছে, বাবাদের ওষুধ কিনে।
ভুল করে তাড়াহুড়োয়,এক কানের দুল পরেছি
আর ভুল করবো না গো,মার খেয়ে ভুল করেছি।
আছি বেশ নিজের মতো, ফ্ল্যাট কিনে হাইরাইজে
চোখে যদি জল না থাকে, বৃষ্টিতে কী হবে ভিজে?
ককপিটে যেমন বসি, এক আকাশ শাসন করি
নদী থেকে সিন্ধু থেকে জল এনে কলস ভরি ।
আমরাই অরুন্ধতী আমরাই কৃষ্ণকলি
আমাদের স্বপ্ন আছে, দেখা হবে আজকে চলি ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন