![]() |
শব্দ আর কল্পনার সাযুজ্যে মায়াবী গীতিময় এক অননুকরণীয় কবিতাভাষায় একের পর এক কবিতা রচনা করে চলেন কবি চন্দন রায় । তাঁর জীবন সম্পৃক্ত উচ্চারণে,তাঁর প্রতিটি স্বর বিক্ষেপে আমরা মুগ্ধ হই । এখানে আমরা পড়ি -----
কবি চন্দন রায়ের দুটি কবিতা
১
ঠিকানা
![]() |
যে একা হারিয়ে যেতে চায়
পথ তাকে কোন ঠিকানা দেয় না
শূন্যদৃষ্টি একা জানালার ধারে
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি খুলে
ঊরু সম্মেলনে ভেসে যায়।
আগুন জ্বলে। ঝলসে ওঠে।
নিভে যায়। কেউ দুর্গমে চলে গেছে
সংবাদে অদ্ভুত নির্জনে জেগে ওঠে
শিরাময় দেহ। নিষিদ্ধ সহজ নাভির
ভিতর খোঁজে তার হারানো
বয়সের মাস এবং তারিখ----
ভাল লাগে না
আশ্বিনের সকালগুলো মুহূর্তের
স্বপ্নময় ইচ্ছের দ্বার খোলে। করতালি দেয়।
পলাতক পথ তবু কোন ঠিকানা দেয় না------
২
সহজ হয়ে বাঁচবে বলে
ফুলের মতো সহজ হয়ে বাঁচবে বলে
বাগানে চন্দ্রমল্লিকা রেখেছো
বেড়ার ওপারে অযুত কীটের দল
তোমার নাভিমূলে প্রবেশের পথ
খুঁজে নিতে শ্রেণীবদ্ধ----
বন্ধুদের বলো
মৃত্যুর মতন বিশুদ্ধ কিছু আগুন
নিয়ে যথাযথ ইন্দ্রিয় সাজাতে
বাগানের কাছে
রক্তের করতলে সমান্তরাল ঝড়-


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন