কবি নির্মল হালদারের দুটি কবিতা
১
পাখা ঝাপটাতেই ছাই উড়লো
আমার সারা গায়ে ছাই।
আমি ছাই তিন সত্যি।
আজ সকালে আমাকে জানালো
রঙিন মুরগি।
আমি শাদাকালো।
আমিও ছাইয়ের গাদায় খুঁজবো
আমার আঙরা--আগুন, যদি আমার
নতুন খিদে পায়
মাথায় ধরে রাখবো।
২
নিজের শিঙে মাটি খোঁড়ো
গরুও খুঁজছে বীজ।
কোথায় যে বীজ শুধু অন্ধকার
অন্ধকারের চলাফেরা
পিপাসা জাগছে।
আমার শিঙে মাটি খুঁড়ি
জল দেখাতে পারলে, আমি শুয়ে পড়বো
গরুর পেটের ছায়ায়।
নির্মল হালদারের
কবিতার বই
অস্ত্রের নীরবতা * সীতা *
লালকমল নীলকমল * মারাংবুক প্রভৃতি

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন