বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

নীল কমল





জীবনের সাফল্য-ব্যর্থতা জয়-পরাজয়, চড়াই-উৎরাই পেরোতে পেরোতে কবি উপলব্ধি করেন  " এক বাউল ঘর করে / আমার বুকের ভেতরে। "  নীল  কমলের এই আন্তরিক উচ্চারণ আমাদের স্পর্শ করে । নীল কমল হিন্দি কবিতার সফল অনুবাদকও বটে ।




কবি 
নীল কমলের দুটি কবিতা


 ১

(কবি কার্তিক দেবনাথ-এর স্মরণে)


 





পাতিরাম বুকস্টলএর 

সাজানো লিটিল ম্যাগাজিনগুলির 

মাঝখান থেকে উঁকি মারছিল সেদিন

কবি কার্তিক দেবনাথ ।


সাদা কাগজে

লাল লাল অক্ষরে ছাপা একটি নাম 

একখানা লিটিল ম্যাগাজিন, নাম যার 

কবিতা কবিতা !


আমার ব্যাগে করে 

কলেজ স্ট্রীট থেকে ওই প্ৰথম আসে 

কবি কার্তিক দেবনাথ, যে নাকি তার

কেরোসিন ল্যাম্প দিয়ে অসংখ্য পৃথিবীকে 

প্রসব করা সূর্যকে আলো দেখাতে পারতো ।


আমার চিঠি পেয়ে 

আমার ভবানীপুরের ভাড়া বাড়িতে 

একদিন হঠাৎ দেখা করতে চলে আসে

আমার প্রিয় সেই কবি, নীল জামা গায়ে 

কিঞ্চিত শ্যামবর্ণ, সতেজ চেহারা, উজ্জ্বল চোখ ।


মাঝেমধ্যেই দেখা হত 

কবিতা নিয়ে কথা বলতাম

কার্তিক ছিল আমার কাছে বাংলা কবিতার মুখ ।


হারিয়ে যাই আমি একদিন 

কলেজ উইনিভার্সিটি শেষ হয়েছে 

এবার চাকরি একটা চাই, আর তারপর 

শুরু হয় জীবন যুদ্ধ, চলতে থাকে জীবন ...

এর মধ্যেই বুকে কোথাও জায়গা করে নিয়েছে 

কবি কার্তিক !


পাঁচটি কবিতা অনুবাদ করেছি 

কবি কার্তিক-এর কবিতা ছাপা হয়েছে 

ভোপাল থেকে প্রকাশিত একটি বড় কাগজে 

কিন্তু হায় ! কবি কার্তিক আর নেই এ জগতে ।


এখনও ভাবি, কতই না আনন্দিত হত সে

হিন্দি ভাষায় অনূদিত তার শব্দগুলি দেখে

উজ্জ্বল চোখ দুটি তার আলোয় ভরে উঠত ।


চোখে ফুটে ওঠা আলো 

এখন দেখতে পাই কার্তিকের লেখা কবিতায় । 


২.



 






এক বাউল ঘর করে 

আমার বুকের ভেতরে


সারাদিনের ক্লান্তি মুছে 

চাঁদ যখন পুব আকাশে 

একতারা হাতে সে গান ধরে 

গানে নিমগ্ন আমি

ভুলেই যাই মুহূর্তে

রাগ, দুঃখ, জয়, পরাজয় 


প্রত্যেকটি আঘাতের চিন্হ 

প্রত্যেকটি ক্ষতের খতিয়ান

আমার সব গোপন কথাই তার জানা


আমার অন্তরে 

ফুটেছে প্রেমের পলাশ 

দুহাত তুলে নৃত্য করেছে বাউল


আঘাত দিয়েছে 

সবচেয়ে কাছের মানুষ

কান্নার জলে ভাসিয়েছে পৃথিবী 


কে এই বাউল ?


আমার আনন্দে পাগল 

আমার বেদনায় আকুল 

আমার পরমবন্ধু, সে তো

ব্যর্থ যাওয়া স্বপ্নের মৃত্তিকায়

নির্মিত আমারই প্রাণের প্রতিকৃতি । 



প্রকাশিত কাব্যগ্রন্থ:

1. Haath Sundar Lagtey Hain (Hindi): 2010 - collection of poems.

2. Yah Pedon Ke Kapde Badalney Ka Samay Hai (Hindi): 2014 - collection of poems.




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন