কবি তপন পাত্রের চেতনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আধুনিক সমাজ সভ্যতার স্খলনজনিত এক বেদনাবোধ, যা কবিকে ব্যথিত করে । " মন নয়, মন্ত্র নয় / যন্ত্রদানবের সাথে মহাসংগ্রামের স্রোতে নেমে আসছে কালো রাত । "
কবি তপন পাত্রের দুটি কবিতা
মানব
(১)
তুমি ভুলে গেছো
শুধু তুমি ভুলে যাচ্ছো
কত যত্ন করে একদিন স্বাভাবিক বিকাশ ধারায়
সকল প্রাণীর চেয়ে নিতান্ত স্বতন্ত্র করেছো
নিজেকে ।
অথচ আশ্চর্য চাঁদ
তেমনি রয়েছে ভেসে ওই প্রৌঢ়া আকাশের গায়
নীহারিকা সপ্তর্ষিমণ্ডল স্বাতী অরুন্ধতী কেউ
কথার খেলাপ করে নি ।
এখনো পাখিরা
সেই নির্দিষ্ট আবেশেই তা দিচ্ছে
পশুরা মিলিত হচ্ছে প্রকৃতির নির্ধারিত মধু-ক্ষণে
টইটুম্বুর প্রেমে হাসছে শুভ্র শাল
তাজা হৃদপিন্ডের মতো রক্তিম কিংশুক ।
শুধু তুমি ভুলে যাচ্ছো সব
শুধু তুমি ।
(২)
শুধু তোমার অহং বাড়ছে
বাকি সব সাবলীল
সহজিয়া ।
পৃথিবীর যাবতীয় অমল কমল রীতিনীতি
ধুয়েমুছে সাফ করবে বলে
বেকসুর অভিসন্ধি সঞ্চয় বাসনা
আরামের নগ্ন অভিলাষে কুক্কুরী ও শূকরের সংকর-অয়ন ।
মন নয় , মন্ত্র নয়
যন্ত্রদানবের সাথে মহাসংগমের স্রোতে নেমে আসছে কালো রাত ,
তুমি ভাবছো শিকার করবে
তুমি কি জানো আদিগন্ত কালো রাত
তোমার চেয়েও স্বাস্থ্যবতী
দূরন্ত শিকারী !
তপন পাত্রের কাব্যগ্রন্থ
মাটিও কালে ঢেউ --(১৯৯৪) * অচেনা রং --(১৯৯৮) * স্বাতী নক্ষত্রের জল ঝিনুকের বুকে -
-(২০০০) * ঝড় সওয়া কলাপাতার গান --(২০০৩) * রচিত কবিতা --(২০১৮)
বিভাবরী --(২০১৮) * সেই পলাশ্যার তিন পাত --( (মানভূঁইয়া কবিতা) (২০১৯) *
সুদূর মাঠের প্রস্তাব -- (২০২০) * কোভিড নাইনটিন্ --(২০২০) * বসন খসে পড়ে --(২০২১)
ছড়া :--
দিলাম ছড়া ছড়িয়ে --(১৯৯২) * হুল --(২০১৩)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন