বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

সুজিত ঘোষ

 





 কে তুই 


কে তুই? বৃষ্টি !

দু-চার ফোটায়

 আলপনা আঁকিস ।

নাকি পেয়ারা পাতা !

শিরার ভাঁজে পাঁপড়ি মেলিস।

তুই কি জানিস ?

স্বর্ণালী মেলে,শেফালী মেলে

শুধু তুই মিলিস না ।

কোথায় থাকিস তুই ?

দিক হারা জাহাজে ?

নাকি জ্যোৎস্না রাতের

কবিতা গুচ্ছতে‌ !

সে তুই যেখানেই থাক

এখনই যাসনা চলে।

কবিতা এখনো শেষ হয়নি।

ভালোবাসা অনেক বাকি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন