বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

অশোক দত্ত




     গভীর ভাব, ব্যঞ্জনা কখনো দার্শনিক ছোঁয়া, আবার কখনোবা তীব্র শ্লেষ বিদ্রুপে রচিত হয় কবি অশোক দত্তের পংক্তিমালা । " মিত্র তো একজনই, তিনিই  দীনবন্ধু!" এমন নিবিড় উচ্চারণ হৃদয়-মন স্পর্শ করে ।



কবি অশোক দত্তের দুটি কবিতা 

     

সামান্য শরণ 


নীলকুঠিডাঙ্গায় বন্ধুর বাড়ি । 

দীর্ঘকাল আড়ি-ভাব-আড়ি....

করতে করতে কবে যে আনাড়ি

হয়ে গেছি তার কাছে

আতান্তরে বেড়েছে কেবল

চুল আর দাড়ি !


মিত্র তো একজনই, তিনিই

দীনবন্ধু! তিনিই জনক, রাজা

রায় বাহাদুর ! শুনলেই 

বুকটা যেন ধড়ফড় করে ছৌনৃত্যে

সুপ্ত আগ্নেয়গিরির মত

ভয়াল এবং বীভৎস ।


যৌবনে, ' মানবচরিত্র ' ---

আমি পড়েছি কি পূর্বজনমে ?

' নীলদর্পণে ' স্বপ্নের প্রহরায় ?


ছায়া মলিন হলে জমাটবাঁধা 

দুঃখের ইতিহাস

নীল আকাশের মতো

জমাটবাঁধা দুঃখ ---


 বন্ধু একজনই, তিনিই রাজা

 রায়বাহাদুর দীনবন্ধু মিত্র !


 

বইবালিকা


বইয়ের পাতা বই-বলাকা

 ফাঁকা আকাশে শাদা পতাকা

 ঘরে কেউ নেই উড়ুমন

 তবু উড়ছে একা ---

 জানলা খুলেছি অমনি দেখা

 সুন্দর বন সেই চোখ আর

 চখাচখি,


 এবং বোকা পরির দেশে

 পুরুষ বেশে হঠাৎ করে  

 গল্প লেখা আমার কি আর সাজে ---

পৃষ্ঠা থেকে পাখা গজায়,

চোখের খাঁজে খাঁজে !


বই বলছে বইবো কতো আর

মনপবনের সইছে না ভার,

বন্ধ কর বন্ধ বন্ধ হোক এবার

বই ফোটানো বইয়ের কারসাজি |


বই.. বই... বই... বই চাই.. বই চাই ---

চাইবোই তো, বলাকা-ই তো বইকাব্য,

বইয়ের পাতা বই বলাকা

বয়ে চলেছে ' বৈচিফুলের মালিকা '----

হাসবো না কাঁদবো না

বইয়ের সাথী বউ একাকি

বই এখনো বালিকা |


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন