বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

রাবেয়া খাতুন





কিছু কিছু মুহূর্ত

রাবেয়া খাতুন


কিছু কিছু মুহূর্ত থাকে

মনে হয় কত নদী শুয়ে আছে দুঃখের বালিশে 

চুপটি করে

আর 

আনন্দ বানভাসি হয়ে ভিজিয়ে দিচ্ছে

আমার ছোটখাট অমাবস্যা

২টি মন্তব্য: