সৃজনের মৌলিক স্বর
রাবেয়া খাতুন
কিছু কিছু মুহূর্ত থাকে
মনে হয় কত নদী শুয়ে আছে দুঃখের বালিশে
চুপটি করে
আর
আনন্দ বানভাসি হয়ে ভিজিয়ে দিচ্ছে
আমার ছোটখাট অমাবস্যা
তোমার অমাবস্যা পূর্ণিমায় রূপায়িত হোক।এই আশা রাখি। কবিতা বেশ ভালো হয়েছে।
ধন্যবাদ দাদা
তোমার অমাবস্যা পূর্ণিমায় রূপায়িত হোক।
উত্তরমুছুনএই আশা রাখি। কবিতা বেশ ভালো হয়েছে।
ধন্যবাদ দাদা
উত্তরমুছুন