বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

প্রিয় কবি, লেখক এবং পাঠকদের প্রতি


স্বরবর্ণ -- ১  সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাদের অকপটে জানান। অনেক চেষ্টা সত্ত্বেও অগোচরেই হয়তো কিছু ত্রুটি-বিচ্যুতি রয়ে গেল । আপনারা হাত ধরলে সেসব আমরা অচিরেই পেরিয়ে যাব।


স্বরবর্ণ --- ২  

প্রকাশিত হবে আগামী ১৫ জুন ২০২১। এই সংখ্যার জন্য আপনার মৌলিক ও অপ্রকাশিত লেখা (গল্প কবিতা প্রবন্ধ বা ভ্রমণ কাহিনি ) ৩০ মে - এর মধ্যে পাঠিয়ে দিন । শব্দসীমা অনির্দিষ্ট | লেখার সঙ্গে আপনার একটি ছবি এবং সংক্ষিপ্ত পরিচিতি, প্রকাশিত গ্রন্থ (থাকলে)  ছবিসহ পাঠিয়ে দিন। "স্বরবর্ণ " সামগ্রিক চিন্তার ফসল। প্রতি দুমাস অন্তর বেরোবে | আগে থেকে লেখা পাঠান | পরিকল্পনার সুবিধার জন্য | লেখা পাঠাবেন ওয়ার্ড ফাইলে, হোয়াটসঅ্যাপ কিংবা ই-মেইল বডিতে টাইপ করে |

হোয়াটসঅ্যাপ নম্বর   8777891532

ই-মেইল --- debasishsaha610@gmail.com




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন