দুটি কবিতা
১
জন্মকানা
এবার পূর্ণিমাতেও চাঁদ উঠল না
তোর মনের ভেতর
নাকি উঠেছিল ঠিক, অন্যমনস্ক আমিই
দেখতে পাইনি তোর
চন্দ্রবিন্দু, লুকিয়ে খুঁজছিল কোন
অসীম অনন্তের ঠিকানা
আশেপাশে যারা ছিল, দেখেছে সবাই
শুধু আমিই জন্মকানা
জলে-স্থলে সাগরে -পাহাড়ে
খুঁজে ফিরি তোর মুখখানা...
২
বেহিসেবী
যে -মানুষটা বৃষ্টির ফোঁটা দিয়ে
কবিতা লিখত
রামধনু পেড়ে এনে সাত রঙ লাগাত চাদরে -বালিশে
পথ হারানোর পথে হারিয়ে ফেলত বাজারের থলে
কোথায় কোন দিকে গড়াল আলু-পটল-ঝিঙে
ফিরেও তাকাত না
ছেঁড়া জামার বোতামগুলো উড়ত কঠিন হাওয়ায়
লোকটা তবু নির্বিকার
কোথাও বেড়াতে গেলে দু'চার খণ্ড এলোমেলো মেঘ,
এক আধটা মজা নদী,পাখির কিচিরমিচির ভর্তি ছোটখাট দু-একটা টিলা
আর গুচ্ছের লতা-গুল্ম ব্যাগে পুরে
সারা প্লাটফর্ম জুড়ে লাগিয়ে দিত
তুমুল হইচই
ফিরে, চওড়া হাসি হেসে
ঝোলা থেকে নামিয়ে রাখত বড় বড়
পাহাড়-নদী-ঝরনা
তারপর
বেহিসেবীর মতো খরচ করে ফেলত
গোনা গুনতি রাত
চাঁদ - তারা দূরে থাক
সারা জীবনে যে-মানুষটা এক আঁটি খড়ও
কিনতে পারেনি
এত নক্ষত্রে তার দুচোখ ভরে উঠল কেমন করে ভাবি...

"দেখেছে সবাই শুধু আমিই দেখতে পাইনি"- লাইনটা বেশ মিলেছে কবিতার সাথে। কবিতার নামকরণ টাও সার্থক হয়েছে।
উত্তরমুছুনদ্বিতীয় কবিতার প্রতিটা লাইন যেনো এলোমেলো ছড়ানো সোনার টুকরো, একবার গুছিয়ে বুঝলে হয়, একদম জমে যাবে।
উত্তরমুছুনদুটো কবিতাই ভালো হয়েছে স্যার।