বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

সব্যসাচী মজুমদার





 এ সময়ের অন্যতম শক্তিশালী তরুণ কবি। তাঁর কবিতার শব্দ ব্যবহারের চমৎকারিত্ব, ভাবনার গভীরতা পাঠককে মন্ত্রমুগ্ধ করে রাখে। সব্যসাচীর কবিতা পড়লে কবি জীবনানন্দ দাশের একটা কথা  মনে পড়ে  যায়  " সকলেই কবি নয় কেউ কেউ কবি | " সব্যসাচী, নিঃসন্দেহে, সেই "কেউ কেউ "- এর একজন ।



কবি সব্যসাচী মজুমদারের দুটি কবিতা  


১ 


দুর্মুখ দিন




আর‌ও একটা দুর্মুখ দিন চলে গেল।

প্রাগাধুনিক চেতনার ভেতরে যে কয়টি অর্কিড ছিল,

তাদেরকে আজ‌ও বের করলাম না।

অথচ তোমার লাল আকাশ, তোমার ডোমকাক, তোমার অম্লান বেদনা 

একটি দীপংকর স্বমৈথুন হয়ে উঠল।


দুর্মুখ দিন চলে গেলে বহু শতাব্দী পর 

আমাদের মনীষীরা আবিষ্কার করবেন,

পদ্মপুরানের শেষে ছায়ারুহে

কেবল দেশ ডিঙিয়ে দেশ ডিঙিয়ে দেশ ডিঙিয়ে একটা সমুদ্র পাড়ে

এসে উপস্থিত হয় জোনাকি পুত্র।


তার কোনও প্রশ্ন ছিল না। সমুদ্র‌ও 

দেয়নি ফিরিয়ে।


শিরিন


শিরিন ও শিরিন,আমি তোমার 

পটুয়াখালির দেনমোহর। গড়িয়ে গড়িয়ে যাই।

তুমি তুলে নাও টুপ।


বড় অসম্ভব এইসব আশাবরী।

সুনন্দ ধানের মতো ছড়িয়ে রয়েছে

করোটিধারায়।

বুলবুলি ঠোকরায় মৃদু। অহীন ঠোকরায়। সাড়ম্বরে দ্রোণ ভরেছি।

তবু পলির তলায় দ্রোহ

যাবতীয় দুঃস্বপ্নে ঢুকে যায়।

চূড়াতলে জমে ওঠে গানের আসর।



সব্যসাচী মজুমদারের একটি জনপ্রিয় কবিতার বই 




৯টি মন্তব্য:

  1. দুইটি অসাধারণ কবিতা পড়ে বইটি কেনার অনুপ্রেরণা পেলাম। আমি বাংলাদেশের। কিভাবে এই বইটি পেতে পারি..

    উত্তরমুছুন
  2. দুইটি অসাধারণ কবিতা পড়ে বইটি কেনার অনুপ্রেরণা পেলাম। আমি বাংলাদেশের। কিভাবে এই বইটি পেতে পারি..

    উত্তরমুছুন
  3. শব্দচয়ন, ভঙ্গিমা ও সম্পূর্ণ কবিতার দেহ এত মেদহীন যে কবিকে কুর্নিশ না করে উপায় নেই। কবি সব্যসাচী মজুমদারের কবিতা যত পড়ি তত মুগ্ধ হই।

    উত্তরমুছুন
  4. এই কবির কবি কে যতই পড়ছি ততই আশ্চর্য হয়ে যাই তাঁর শব্দ প্রয়োগ এর নিপুণ শিল্পে।
    কবিতার গভীরতা ছুঁয়ে যায় আমাকে।উনার কবি সত্তাকে প্রণাম জানাই।বইটি সংগ্রহ করার ব্যবস্থা করেছি।

    উত্তরমুছুন
  5. অপূর্ব! গভীর অনুভবে জারিত অলংকৃত শব্দের কাব্যময় প্রকাশ। বাংলা কাব্য সাহিত্যের গৌরব এই তরুণ কবি।

    উত্তরমুছুন
  6. অভিভূত হয়ে গেলাম। কবিকে বিনম্র শ্রদ্ধা

    উত্তরমুছুন