বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

দীপ্তিশিখা দাস





 " আমি অসমাপ্তিকা " প্রথম কবিতার বইতেই প্রতিশ্রুতির স্বাক্ষর রেখেছেন দীপ্তিশিখা । স্বপ্ন ভঙ্গতার হাহাকার যেমন আছে তার কবিতায়, তেমনই আছে বেঁচে থাকার দুর্মর বাসনা । সম্প্রতি বি  এড সম্পূর্ণ করে, আপাতত, কবিতা আর জীবন জিজ্ঞাসার মুখোমুখি কবি ।




কবি  দীপ্তিশিখা  দাসের দুটি কবিতা
 

১ 

ঘুমপাড়ানি গান  


কথায় কথায় বলি, বিছানা আছে তাও

আসেনা কেন 

                          ঘুম? 

স্বপ্ন দেখ না? 

ঘরে ঘুম হয় না যে ----আর তার জন্যেই এক

 নিবিড় রাতে নানা কল্পনায় 

              জেগে ওঠা ----


সেদিন থেকেই ঘুরে ঘুরে নেচে  বেড়ানো, 

মাধবীলতারাও হাওয়ায় হাওয়ায় নেচেছিল

যেন প্রানভরে,' 


তার গান শোনেনি কেউ !


আছি, এই বলেও যাদের দৃষ্টি পড়েনি 

একপলক ---

সেই শরীরেই  বেঁচে ওঠে নগর....


জোর করেই সব শূন্যস্থান পূর্ণ করি , ভেতরে 

ভূমিকম্পে কাঁপে যেন সব। 

সারাদিন সারারাত  হয়ে চলে  ভাঙচুর। 


যে কবর আগলেই বেঁচে থাকা, এখনো তার

ভেতরেই বেজে ওঠে সমস্ত ঘুমপাড়ানির গান!

                    

২ 

 যে বাঁচতে চায়   

                                           

যে বাঁচতে চায় , সেই যে দিনে কতোবার মরেছে 

তার খবর কে রাখে? 


জীর্ণ এক কঙ্কালের সঙ্গে শুয়ে, রাতের পর রাত চলেছে নগরের দিকে ----

দুর্গন্ধ ছড়াছড়ি। 


ঘরে বাইরে পড়ে আছে  অজস্র বিষ,'---

নাগ-নাগিনীদের বিচরণ,'


বিষময় সব সুন্দর আজ! 


তাজমহলের ভেতর থেকেও ভেসে আসে যেন 

অজস্র মৃতদের চিৎকার ----


অথচ ভালোবাসা শুধুই বন্দী ইট-পাথরের তলায় -- । 


কতকগুলি মানুষ তৈরি করে কেউ ,

ছেড়ে দিল বুঝি এই শহরের বুকে ,

তারাই কি তৈরি করে নেবে 

পরবর্তী প্রেমের প্রাসাদ? 


সকলেই কি আর তাজমহলের জ্যোস্না খোঁজে , হৃদয়ে আজ?




দীপ্তিশিখা  দাসের কাব্যগ্রন্থ --

আমি অসমাপ্তিকা



1 টি মন্তব্য:

  1. আপনাদের সবার আশীর্বাদে আমার লেখা প্রকাশ পেয়েছে এই আমার অসীম পাওয়া। অনেক অনেক ধন্যবাদ ।

    উত্তরমুছুন