' আজ আমার একটা নদী চাই, ধুয়ে নেব সমস্ত হৃদয়।' শব্দকে এমন মরমী উচ্চারণে বাঁধেন শর্বরী। কত জন্মান্তরের স্মৃতিরা যেন ভেসে বেড়ায় কবির মানসপটে। তাই তিনি স্বচ্ছন্দে বলতে পারেন ' কার হাত ধরে যেন হেঁটেছিলাম অনন্তের পথে।'
কবি শর্বরী চৌধুরী-র দুটি কবিতা
১
প্রক্ষালন
যে অসুস্থ প্রেমিককে ছেড়ে চলে এসেছিলাম একদিন,
আজ তার মুখ মনে পড়ছে।
গাছ হলুদ পাতাকে আশ্রয় দেয়, ঝরে যাবে জেনেও।
ভালোবাসা ঠকে,ঠকায়ও।
বিষণ্ণ ট্রেনের আওয়াজ চলে যায় সন্ধ্যার সময়।
আজ আমার একটা নদী চাই, ধুয়ে নেব সমস্ত হৃদয়।
তারপর.…....বসব উপাসনায়।
২
গতজন্ম
রাস্তায় সাইকেলে চড়ে চলেছে উজ্জ্বল যুবক-যুবতী।
তাদের হাসি দেখে বলতে ইচ্ছে করে---
ভালো থেকো তোমরা।
ছাদে ঘুড়ি ওড়াচ্ছে যে অদম্য বালকের দল,
চেয়ে চেয়ে দেখি।
এইসব দৃশ্যেরা গতজন্মের কথা মনে করায়,
মনে পড়ে কার হাত ধরে যেন হেঁটে গেছিলাম বাদামী বিকেলে !
ঘাস ছিল ছোট ছোট, বসেছিলাম ঘাসের ওপর।
উন্মুক্ত চুম্বন এলোমেলো করেছিল আমাদের।
দমকা হাওয়ায় ছিল অতল সুখের ইশারা।
কার হাত ধরে যেন হেঁটেছিলাম অনন্তের পথে।

অপূর্ব
উত্তরমুছুন