সোমবার, ১৪ জুন, ২০২১

বিশ্বজিৎ লায়েক




দীর্ঘদিন কবিতা লিখছেন বিশ্বজিৎ। এ পর্যন্ত তাঁর দশটি কবিতার বই প্রকাশিত হয়েছে। সময়ের প্রদাহ ক্ষত সৃষ্টি করে কবি'র চেতনায়। কিন্তু শেষ পর্যন্ত তিনি আলোর দিশারী ' দেখুন না কেমন সুন্দর ফুল ফুটেছে পাড়ায় পাড়ায় ' বলেন বিশ্বজিৎ।



কবি বিশ্বজিৎ লায়েক-এর দুটি কবিতা 


 ‘আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে’ 




সব মিথ্যে আজ মিশে গেছে সাবানের জলে 

পাখিদের ঠোঁট নিয়ে আদিম পিপাসা কী ভাবে চলে গেল

মিথ্যের আঙুলে চুমু খেয়ে আর একটা মিথ্যের দিকে 

কী ভাবে হেসে উঠল তোমাকে না বলা সমস্ত অক্ষর বৃত্ত

না বলা সমস্ত শবদেহ নিয়ে কারা বসে ছিল 


দেখুন না কেমন সুন্দর ফুল ফুটেছে পাড়ায় পাড়ায়




শিকড় চিনে চিনে এতদূর এসেছিলাম

                              অমৃত চাইনি

জলের সন্ধানে নদী চলে গেছে পরকীয়া পথে


এবার ভাসাবো শরীর

তুমি এসো

আমরা আবার কলকাতায় ফুল হয়ে ফুটি



বিশ্বজিৎ লায়েক-এর প্রকাশিত বই


ডানায় সে চুম্বকত্ব আছে (২০০৪)

উন্মাদ অন্ধকারের ভিতর (২০০৭)

ভেতরে বাইরে (২০১০)

ঈর্ষা ক্রোমোজোম (২০১১)

পোড়া নক্ষত্রের কাঙাল (২০১৪)

ম্যষল পর্বের স্বরলিপি (২০১৬)

কৃষ্ণ গহ্বর (২০১৭)

শরীরে সরীসৃপ (২০১৮)

পোড়ামাটির ঈশ্বর (২০১৮)

বিয়োগফলের বত্রিশ আনা জীবন (২০২০)


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন