সোমবার, ১৪ জুন, ২০২১

কবিতা---- নির্মল হালদার





 বাংলা কবিতায় নির্মল হালদার ভালোবাসামাখা একটি সুপরিচিত নাম। আজীবন কবিতার প্রতি একনিষ্ঠ এই কবির কলমে রাঢ়বঙ্গের প্রকৃতি, প্রান্তিক মানুষের অব্যক্ত জীবনছন্দ বাঙময় হয়ে ওঠে। শেষ পর্যন্ত যা স্থান কালের সীমানা ছাড়িয়ে হয়ে ওঠে কালোত্তীর্ণ শিল্পসৃষ্টি ।





কবি নির্মল হালদারের দুটি কবিতা 


১:


সম্পর্কে তুমি আমার পাখি হলে

কেউ আমার মাছ। কেউ আমার নদী।

সম্পর্কে কেউ সমুদ্র হলেই বিপদ ভারি।


সমুদ্রের তল নেই অতল নেই

সমুদ্র মন্থনেও আমি নেই

সমুদ্রে ভাসাই না আমার বাণিজ্যতরী


আমি সাগর জলে সিনান করিনা।


সমুদ্র জলে উষ্ণতা বাড়লে দুর্যোগ আসে


প্রাকৃতিক ক্ষয়।


ক্ষয় অক্ষয়ের মাঝে দাঁড়িয়ে

আমি তোমাকে ছুঁতে চাই।


স্পর্শ চাই নিকট ও দূরের।



২:


সকল দোষে দোষী আমি

আমার হাতের রেখায় হাঁটছে চন্দ্র-সূর্য।

আর কি কোনো পথ নেই?


চোখের জলে পিছল হয়েছে

কত কত রাস্তা

হাঁটবে না?


আমার ললাটে হাঁটবে না?


হাতে যে অনেক কাজ, হাতকে মুঠিও করি

লড়াই যে করি নিজের সঙ্গে

ভাঙ্গা থালায় গোটা চাল খুঁজি।



নির্মল হালদারের কয়েকটি জনপ্রিয় 

কবিতার বই 




অস্ত্রের নীরবতা * সীতা *

লালকমল নীলকমল * মারাংবুরু *

পুরানো আখরগুলি * তমোঘ্ন * 

কবিতা সংগ্রহ নির্মল হালদার 

প্রভৃতি



1 টি মন্তব্য:

  1. ক্ষয় অক্ষয়ের মাঝে... কবির চিরকালের উপস্থিতি... দারুণ কবিতা দুটি...

    উত্তরমুছুন