কোন কোন পথ নিষিদ্ধ জেনেও
বারবার সে পথে হারাতে মন চায়
কখনো খোলা মাঠে আহ্লাদ মেখে
কখনো একটা জনশূন্য জঙ্গলে
নিজেকে লুকিয়ে রাখি বারবার
ঠিক তখনইএকটা বাক্যহীন সকাল
আমায় ডাক দিয়ে যায়---
অনেকটা ব্যথিত সময় অশ্রু
গলায় এসে আটকে যায় ---
তারপর একটা স্বপ্ন ছেঁড়া দীর্ঘশ্বাসের
অলিগলি স্পষ্ট হয়---
আর আমি আমার পথকে আরও একবার
নিষিদ্ধ জেনে দুয়ার এঁটে দাঁড়িয়ে থাকি।
বুঝে নিও তুমিও
অনেকটা ভাঙ্গাচোরা বিষাদ
নালিশ জমিয়েছে সহস্র সময়ের শরীর বেয়ে
কতোগুলো বর্বরের উল্লাস
সুস্থ সময়কে নির্বাসনে পাঠিয়েছে ছলেবলে
হিংসা আর ক্রোধের আবহমান পাঠ
দিতে ব্যস্ত যারা এইবেলা তাদের চিহ্নিত
করার পালা
সুতরাং আর উপকার পাওয়ার আশা নয়
চলো এইবেলা অধিকার বুঝেনি।
বসন্ত পেরিয়ে
শুদ্ধতম জীবনযাপন করতে করতে
নির্বিবাদ জীবনযাপন করতে করতে
কতোবার ওদের আলাপ জমেছে
এইবার নিজের সঙ্গে নিজের বোঝাপড়া---
তারপর একটা চেনা সকাল ভেসে গেছে
তারপর একটা চেনা বিকেল ভেসে গেছে
আর হৃদয়ের পরতে পরতে জমে উঠেছে
একটা পথ হারানো শেষ বসন্তের শুভেচ্ছা
যে নিজে শেষ হয়েও বহু সময় সুগন্ধী ধরে বিলোচ্ছে---
আর প্রিয় পথ জুড়ে ভালোবাসার,
ভালো থাকার আলো ছড়িয়ে দিচ্ছে।
সপ্ না সাহার একটি জনপ্রিয় কবিতার বই


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন