সোমবার, ১৪ জুন, ২০২১

শিমুল আজাদ

 SC-7676


' বিশ্ব একটি গ্রাম / সূর্য একটি শহর। / যাকে ঘিরে অসংখ্য গ্রহগ্রাম। ' বিশ্বায়নের ফলে ' অক্সিজেনহীন হাঁসফাঁস ' পৃথিবীজুড়ে ,আজ প্রায় প্রতিটি মানুষের। মানবিকতার এমন সংকটে তীব্র ক্ষোভ যেমন কবি শিমুল আজাদের, তেমনই আমাদেরও বটে।



  কবিতাগুচ্ছশিমুল আজাদ


বার্লিন প্রাচীর


রোদ বৃষ্টি শিশিরে-নিশিরে গূঢ়তম উপশম থাকে। 

হোমিও চিকিৎসা শেষে বাড়ি ফিরে ভাবি তার উপাদান।

অসুস্থ সবাই হয়, কম বেশি। 


কিছু কিছু রোগ আসে বেড়াতে, 

রোদ বৃষ্টি, শিশির- নিশিরের অভাবে।


দিন রাত গৃহকোণে যাদের জীবন কাটে, 

তাদের জন্য কয়েক ডোজ ওষুধ তৈরি হচ্ছে; 

যদিও ডাক্তার জানে না তার রঙ।



ইয়াবা সেবি


পাণ্ডুর মুহূর্ত ঘিরে কিছু সঞ্চালন। 

একই ছাদের নিচে বসে কেউ জানে না কারও খবর।

সত্য এই যে বিষয়টি অন্তর্গত।

ঘড়ির কাটারা চলে; বিষাদতীর্থে থাকে নিজস্ব স্বজন।

চোখের কোটরে জমে শত- শতাব্দির ক্লেদ; 

দৃশ্য-অদৃশ্যের দোলাচল। 

শরত বিকেল

বসন্তের দিন

ডাকে হেমন্তের বন।

কোথাও আনন্দ নেই।


একটু উচ্ছ্বলতা যদি থাকে দাও।



ওয়াইনবার


ওয়াইনবারে কেবল বিত্তবান নয় নিঃস্বজনও থাকে।

উপার্জন খরচ হয় মূলধন; ধ্বংসের রথযান ।

ঘরের বউরা বাঁধ সাধে, বাঁধ সাধে বৃদ্ধ বাবা-মা।

তবুও চুম্বক টান। ধূসর জীবন। নাগরিক জ্যাম।


বোতলে বোতলে শীতলতা; কতো না মুক্তির উচ্চার।

প্রেমের মঞ্জুরি পোড়ে

যদিও তারা সকলে দেবদাস নয়।




গ্লোবালাইজেশন


বিশ্ব একটি গ্রাম

সূর্য একটি শহর।

যাকে ঘিরে অসংখ্য গ্রহগ্রাম।


উদ্দ্যেশ্যবাজ এসব জানুক আর না জানুক

শুধু চায় প্রবাহিত স্রোত পরষ্পর।

উৎপাদন বাড়ুক যত সবুজের।

বিনিময়ে সে দেবে- শুকনো বান্ডিল কাগজের।

প্লাস্টিক প্রযুক্তি,

কৃত্রিম ধাতুর ঘড়ি

কিছুকাল রঙিন বিভ্রম;

পারমানবিক বোমার মজুদ

অক্সিজেনহীন হাসফাস

আর জীবাণু আঘাত।


দেখো, নিংড়ে নেয়া জীবন

শুকনো পাতার মর্মর

সহস্র পোড়ামাটির গান।


       

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন