' মাঘি পূর্ণিমার আলো / এখনও লেগে আছে / ঘুম ভাঙা চোখের পাতায় ' যাঁর চোখের পাতায় ' মাঘি পূর্ণিমার আলো ' তিনি তো সুন্দরকেই দেখবেন দুচোখ ভরে। কবি নীল কমল যেমন দেখছেন ' হাসিমুখ পোস্টম্যান রৌদ্রমাখা আকাশের পথে / ছুটেছে তোমার বাড়ির দিকে।' আমরা পড়ি ---
কবি নীল কমল-এর দুটি কবিতা
১.
মাঘি পূর্ণিমার আলো
এখনও লেগে আছে
ঘুমভাঙা চোখের পাতায়
সময়টা কাকভোর
হাঁটতে হাঁটতে থমকে
দাঁড়াই পুকুরের পাশে
আকাশে কি আছে
এক অদৃশ্য ফুলের গাছ ?
পুকুরভর্তি তারা
খসে পড়েছে আকাশ থেকে
অজস্র সাদা ফুল ভাসছে পুকুরে
হঠাৎ ফাল্গুনের
বাতাস ঢুকে পড়ে বুকে
শার্টের খোলা বোতামের ফাঁকে
সামনেই ঠোঁট চেপে
হাসছে সজনে গাছটি ।
২.
কত ফাল্গুনের
পথ ভেঙে
কত কালবৈশাখীর
ঝড় পেরিয়ে
কত আষাঢ়ের
মেঘমালা কাটিয়ে
কত শ্রাবনের বৃষ্টি
মাথায় নিয়ে
পেয়েছি শরতের উজ্জ্বল আকাশ
শরতের আকাশে
গাঢ় নীল ক্যানভাসে
কাশফুল রঙের তুলি দিয়ে
লিখেছি তোমার জন্য
একটি গোপন চিঠি
হাসিমুখ পোস্টম্যান
রৌদ্রমাখা আকাশের পথে
ছুঁটেছে তোমার বাড়ির দিকে ।

দুটিই কবিতা দারুন হয়েছে তবে শরতের কবিতাটি খুবি ভালো লাগলো
উত্তরমুছুন