পেশায় তিনি চিকিৎসক, কিন্তু তাঁর অন্তরাত্মায় ছায়া ফেলে কবিতার নীল ইশারা। অদ্ভুত এক মায়াবীছন্দে রচিত হয় তাঁর কাব্যভাষা।' মানুষ তো চির বিজয়ী!/ অনাস্বাদিত আহবানে ঠিক গড়ে নেবে এক অমর্ত্য জগত! ' এমনই অগাধ আস্থা কবি'র মানুষের উপর।
কবি উদয় ভানু চক্রবর্তী-র দুটি কবিতা
১
কালোত্তীর্ণ
এখনও কালোত্তীর্ণ হয়ে উঠতে পারিনি,
হয়ে উঠতে পারিনি এক চমৎকার প্রতারক,
সাদা কে কালো অথবা নীলকে লাল বলে যে অবলীলায়
পেরিয়ে যাবে লৌকিক জগত- নি:সীম জ্বলে থাকবে ধরা ছোঁয়ার বাইরে,
বাহবা কুড়োবে অন্যের!
অনাস্বাদিত যৌবনের স্বাদ, অমৃতের মত গাঢ় সত্য, বিষের মত নিথর !
নির্ভর করতে হবে ধূর্ত মানুষের ইতিহাসে,
তাদের প্রেমে, তাদের বোধির ব্যাপ্তিতে,
বিভোর থাকতে হবে আশায়,
গনতন্ত্রে উন্মুখ হতে হবে, যেন পৃথিবীতে
পুঁজিবাদ নেই, একনায়কতা কোনোদিন ছিলনা,
দু:খ শুধুই দু:স্বপ্নের মত ক্ষনস্থায়ী!
জোৎস্নায় কবিতা লিখতে হবে,
বিষন্নতাকে স্পর্শ করে বোঝাতে হবে
এ আঁধারের সমার্থক অথবা ইতর হীন অনুভূতি,
ক্ষুধা যেন অস্তিত্বহীন - প্রতিটি শত্রুর মাথায় হাত রেখে
পূণ্য শ্লোকে প্রার্থণা করতে হবে ওদের চিরায়ুর,
পরিহাস নাকি হাস্যকর কল্পনা!
নিখুঁত ভন্ডামি?
তোমার বিশ্বাসী ঠোঁট, আরো বিশ্বাসী বিস্তীর্ণ দেহসৌষ্ঠব অধিকার করে,
মিলন সুখে আবিষ্ট তোমার চোখদুটোর দিকে তাকিয়ে,
ভাবতে হবে শেষতম মুহূর্তে - ওরা মৃত্যুর চেয়েও বেশী অবিশ্বাসী!
তখন বা তখনই কি কালোত্তীর্ণ হয়ে উঠব আমি,
আরও মহৎ,
আরও সফল,
আরও নিষ্ঠুর-
এই মহাপৃথিবীর বুকে !!!
২
ফুসফুস
তারপর দুর্বোধ্য বাতাসে অবশ করা নীল চুম্বন-
সাপের হিসহিসের মত হাপর, অক্ষম হাহাকার পাখির মৃদু বুকে!
কাছের জগত উধাও,দূরের আকাশ আলোড়নহীন-
আঁচ নিভছে পৃথিবীর?
পড়ন্ত আলোর রেশ ধরে হলুদ পথের বিষন্ন হাতছানি,
স্বপ্নের পিছুটানের মত অর্থহীন- নদীর জলের মৃত শব্দরা-
অথচ ভেসে যাচ্ছে কূল,ভাসছে কিনারা!
কে কাঁদে?
কে আছো- রাত্রির মতো গাঢ়তম আঁধারে লুকিয়ে?
নাহ্ তুমি একাই দুর্বার-
আরো জোরে নিঃশ্বাস নাও, আরো জোরে,
দেখ অক্সিজেনের রসায়ন এবার গভীর থেকে আরও গভীরে,
শেষতম কোষে!
নির্গত হচ্ছে বিষ, অসফল আবরন সরছে এবার-
প্রতিটি স্নায়ু আরও উন্মুখ, আরও বিশ্বাসী।
ভেন্টিলেটরের যান্ত্রিক কৃত্রিমতার বাইরে প্রাণের চেনা গন্ধ, বড় প্রিয়-
বড় জীবন্ত !
মানুষ তো চির বিজয়ী!
অনাস্বাদিত আহ্বানে ঠিক গড়ে নেবে এক অমর্ত্য জগত!
তুমি থেমো না ফুসফুস, নির্ঘুম জেগে থাকো আজন্ম;
হারিয়ে দাও এই বিপন্নতাকে-
তুমি পারবে !!

অসাধারণ,অনবদ্য, ভীষণই সুন্দর দুটি লেখা।
উত্তরমুছুনKhub sundor
উত্তরমুছুন