সোমবার, ১৪ জুন, ২০২১

সব্যসাচী মজুমদার

 


 এ সময়ের অন্যতম শক্তিশালী তরুণ কবি। তাঁর কবিতার শব্দ ব্যবহারের চমৎকারিত্ব, ভাবনার গভীরতা পাঠককে মন্ত্রমুগ্ধ করে রাখে। সব্যসাচীর কবিতা পড়লে কবি জীবনানন্দ দাশের একটা কথা  মনে পড়ে  যায়  " সকলেই কবি নয় কেউ কেউ কবি | " সব্যসাচী, নিঃসন্দেহে, সেই "কেউ কেউ "- এর একজন ।



কবি সব্যসাচী মজুমদারের দুটি কবিতা  


স্বনন


এখন‌ও আগুন জ্বলে

এখনও ঘটেছে ধান

গোলা ঘরে প্রদীপের কালি


সিঁদুরের মতো উড়ে যায় একটি শালিখ


তারপর মাঘের মতন

   রাত পেরোলেই কোজাগরে

                     সতত স্বনন...




পর‌ওয়ারদিগার


রাত ও নৈঃশব্দের মাঝখানে দাঁড়িয়ে আছে

একটি অসংগঠিত লোক। যার 

উপলক্ষ্যপ্রতীম মেঘের ভয়ে তুমি মেলোনি চোখ 

পাওনি ধান সেদ্ধর নিঃশ্বাস

অথবা অনুমানের মতো দিনেও তুমি দেখতে 

পাওনি জলৌকা ঘিরে ভাসে শ্রোণি ও রজ্বঃ


আসলে তো মাটি ছাড়তে ছাড়তে তুমি 

বুঝতে পারোনি

কখন হয়ে গিয়েছো পর‌ওয়ারদিগার 



সব্যসাচী মজুমদারের দুটি জনপ্রিয় বই 






১৪টি মন্তব্য:

  1. অসম্ভব ভালো কবিতা।আমাদের সমূহ চট্টোপাধ্যায় পরিবারের প্রায় একশত জন আমার একইসঙ্গে থাকতাম ছোটো বেলায়।সেই গোয়াল ঘর dekhi শাল ধানের ঘর কুলনগী সব ভেতরে খেলে গেলো মুহুর্তের মধ্যে।

    উত্তরমুছুন