' আকন্দ ফুলে দুধ আসার আগেই / আমার পায়ের ছাপে একদিন হুমড়ি খেয়ে পড়বে/ অনেক দূরের হাওয়া ' এমন আত্মবিশ্বাসী, অন্তর্লোক তোলপাড়করা পঙক্তি যাঁর কলমে উঠে আসে, তাঁর কবিত্বশক্তি দূরপ্রবাহী, এ বিষয়ে কোন সন্দেহের অবকাশ নেই।
কবি সুমন বন্দ্যোপাধ্যায়-এর দুটি কবিতা
১
লেখার দিকে, আলোর দিকে
বিশ্বাস করার মতো একটাও পাথর নেই
তবু তৃষ্ণা থেকে দূরে সরে যেতে যেতে
জলকে অভিমান বলে ডাকি
আকন্দফুলে দুধ আসার আগেই
আমার পায়ের ছাপে একদিন হুমড়ি খেয়ে পড়বে
অনেক দূরের হাওয়া
আগুন নিভে যাবে ক্রমশ সন্ধার দিকে
আবহের অন্ধকারে
ছুরি থাকবে। লেখাও থাকবে বরাবর।
২
চিত্রকল্প
বিনুনি ধরে টেনে আনব তোমাকে
অপরিণত এই লেখার ভেতর
পাথরের ঘরবাড়ি
সামান্য সেচের পাশে ঘুমিয়ে আছে সন্তান
লালসার পাশে আর কোন ছবি নেই
ফুল ফুটছে না
মাটির হাঁড়িতে ভাত ফুটছে
বকুল ফুলের মতো।
সুমন বন্দ্যোপাধ্যায়-এর কাব্যগ্রন্থ
(১) মহুলপাতে খুলা চিঠি (২০০৯)
(২) পথে পথে দুঃখহরণ (২০১৫)
(৩) পাপ লিখেছি স্বপ্নদোষে (২০১৭)
(৪) চন্দ্রবিন্দু গাছ (২০১৮)
(৫) অসমাপ্ত ভ্রমণরেখা (২০১৮)
(৬) ভালো থেকো মিথুনরাশি (২০১৯)

সুমন বন্দ্যোপাধ্যায়ের কবিতা দুটোই বেশ ভালো লাগলো।
উত্তরমুছুন"ফুল ফুটছে না
মাটির হাঁড়িতে ভাত ফুটছে
বকুল ফুলের মতো।"
লাইনগুলো মুগ্ধ করল আমাকে। ওর জন্য অনেক অনেক শুভেচ্ছা।
উত্তমবাবুর সঙ্গে একমত। ফুল না ফোটার দেশে ভাত ফুটে ওঠা একদিন...আহা...বকুল গন্ধ পাচ্ছি যেন
উত্তরমুছুন