গভীর জীবনবোধ, আবেগের সঙ্গে মেধার পরিমিত রসায়ন--- সবমিলিয়ে ধৃতিরূপার কবিতা বিশিষ্টতা দাবি করে। কত অনায়াস কবি'র উচ্চারণ ' অনন্ত জল ভাত নয় / যতটুকু স্রেফ ডাহুকের...' কিংবা ' মোক্ষের পুঁজে কীট জন্মেরা নড়ছে... '
কবি ধৃতিরূপা দাস-এর দুটি কবিতা
১
ফসফরাস জ্বলছে
অনন্ত জল ভাত নয়
যতটুকু স্রেফ ডাহুকের
ওজনের বিরুদ্ধে হেঁটে
নিম গাছ বেয়ে উঠে যাওয়া
উঠোন তো ওই ততটুকু
তারপরে ধরে নেব কী?
মৃত না জীবিত জোনাকি?
২
বেতাল জীবনানন্দে
নাইলন দড়ি কিনে ফিরবার পথে
এত বিপরীত ঢেউ! নক্ষত্র
ডুবে আছে ধানক্ষেতে হত্যাপ্রবণ
আল ঘেঁষে পঞ্চমী চাঁদ-সম্ভবা
এঁটো খাওয়া দোয়েলের সুখ দিচ্ছে
নক্ষত্রের ক্ষেতে বাসন্তী ধান
অতএব দড়ি কিনে ফিরবার পথ
ডাব হাতে ট্রামে কাটা পড়বে এখন?
কচি কচি ইঁদুরের মায়া পচলো
জমিটির ততদূর সম্ভাবনায়
মায়া পচা কড়া রোদে শুকোবে জামা
দড়ি ধরে তার ঘাতকের বিস্ময়
ঘাতককে নিংড়োলে ভোটারের ঘায়
মোক্ষের পুঁজে কীট জন্মেরা নড়ছে
নড়লে তো নেশা লাগে,নাইলন দড়ি
ছটফটে পাখিটির কামনায় স্থির
অনন্ত জননের দুঃখে কবি
দড়ি কিনে নেশা কিনে বাড়ি ফিরলো

অন্যমাত্রার কবিতা,অনেক শুভেচ্ছা রইল।
উত্তরমুছুনমতামতের জন্য কৃতজ্ঞ
মুছুনবেতাল জীবনানন্দে বেশ ভাল লাগলো
উত্তরমুছুনভালো লাগা আমারও সমান। ভালো থাকুন
মুছুনএমন ভালো লিখা খুব কম চোঁখে পড়ে।আশ্চর্য সুন্দর প্রকাশ।
উত্তরমুছুনআপনাদের মতো সচেতন পাঠক পেয়েছি,আমাকে মারে কে😀
মুছুনধন্যবাদ, ধন্যবাদ দাদা...
খুব ভালো লাগলো, বিশেষত দ্বিতীয় লেখাটি একাধিকবার পড়লাম
উত্তরমুছুনখুব ভালো লাগলো, বিশেষত দ্বিতীয় লেখাটি একাধিকবার পড়লাম
উত্তরমুছুনপরমানন্দ...
মুছুনঅবিচল শ্রদ্ধা জেনো দাদা...
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনঅনবদ্য... তোমার কলমে এরকম আরও কবিতা জন্ম নিক...
উত্তরমুছুনধন্যবাদ দাদা। ভালো থাকবেন
মুছুনকয়েকবার পড়লাম, বেশ ভালো লেখা, ভালো কবিতা। ভালো লাগলো...
উত্তরমুছুনসিদ্ধার্থ সাঁতরা
শ্রদ্ধা জানবেন...
মুছুন