![]() |
" রাস্তাজুড়ে কামনার রুপালি সাষ্টাঙ্গ দেহ ,/ নিস্তেজ হয়ে যায় লঘু HCL-এ / মুখ গুঁজে / আমি চন্দন বাটা শেষে ,ঘি কিনে আনি আত্মাহুতির জন্য | " এমনই এক স্বতন্ত্র কাব্যভাষা তৈরিতে নিমগ্ন তরুণ কবি দেবার্ঘ সেন | ইতিমধ্যে পাঁচটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে কবির | এখানে আমরা তাঁর দুটি কবিতার স্বাদ গ্রহণ করি |
কবি দেবার্ঘ সেন-এর দুটি কবিতা
(১)
প্রতিকার
সীমান্ত রেখার কাঁটাতারে ঝুলছে কাঁচামাংস
অথচ শরীর থেকে ফোঁটা ফোঁটা করে ঝরছে
রক্ত আমার
বৃক্ষ বোধে ঘুণিত তৃষ্ণা
অশ্রাব্য চিৎকার ফিরিয়ে দিচ্ছে আকাশও
আমার কি বিশ্বাস এই হত্যাসাধন,
এই নিঃসঙ্গ দূরবর্তী কাঁচামাংস
জারজ কাঙালিপনা
এখন যেদিকেই তাকাই সেদিকটাই দেখায় শুধু আমার অন্যায়।
এই কৃত্য আমার শ্বাস প্রশ্বাস নিয়ে ছেলেখেলা করছে।
আর পারছি না
এই মরুভূমি বয়ে নিয়ে চলা
কই তুমি আশ্চর্য!!
কই তুমি, প্রতিকার!!
(২)
কাঁটা
ব্যাগের ওপর দিয়ে উঁকি মেরে ঘড়ির দিকে তাকিয়ে
পুনরায় ব্যাগে মুখ গুঁজে নিল নিরুপায় মাছ।
প্লাস্টিকে নিজেকে জড়িয়ে নিল শীতের চাদরের মত।
মানুষও একদিন জলজ প্রাণী হবে সমস্ত সংস্কার ভেঙে
বঁটি হাতে নিয়ে সময় সেদিন বসবে কিছুক্ষণ
ঘড়ি আর মাছের কাঁটাদের পাশে।
দেবার্ঘ সেন-এরকবিতার বই
১) সমান্তরাল, দিগন্ত প্রকাশন
২) এক্সকিউজ মি, বার্তা প্রকাশন
৩) কাজল বাঁশী, বার্তা প্রকাশন
৪) নির্বীর্যতার জতুগৃহ, বার্তা প্রকাশন
৫) স্পর্শ নামক জেলখানা, একটি গীর্বাণ প্রকাশনা
৬) ভাতের জন্ম, সাপ্তাহিক ব্ল্যাকহোল প্রকাশনা

দেবার্ঘর কবিতায় একটা অন্য রকম স্বাদ গন্ধ থাকে যা তার কলমকে চিনিয়ে দেয় স্পষ্ট ভাবে...দুটি কবিতাই খুব সুন্দর...
উত্তরমুছুনআমার পরম প্রাপ্তি দাদা 🙏
মুছুনভালো থাকবেন।
অসাধারণ, মুগ্ধ হলাম ❤️
উত্তরমুছুনঅজস্র ধন্যবাদ
মুছুনভালো লাগলো দাদা
উত্তরমুছুন