সোমবার, ১৪ জুন, ২০২১

জয়দীপ সেন

 



শব্দ প্রয়োগের কুশলতা, ব্যতিক্রমী চিন্তাভাবনা, আর দর্শনসঞ্জাত  উপলব্ধি কবি জয়দেব সেনের কবিতাকে ভিন্ন মাত্রা দেয়। ' পৃথিবীতে শুধু দুজন মানুষ বেঁচে আছি।/ আমি, যার কাব্য ঘোর কেটে যাচ্ছে /.....আর আপনি, ডোম, আগুনের একলা মহেশ্বর। '






 কবি জয়দীপ সেন-এর দুটি কবিতা 


 (১)


 রসিকতা

 

আঙুল ও হাতের তালু চিরতরে কালো না হওয়া পর্যন্ত

চিতার ছাই ঘেঁটে চলেছি

এ-ও একধরণের নেশা

হঠাৎ আবছা দেহছায়া ফুটে উঠল

ধরো কাছাকাছি মাটির হাঁড়িতে ভাত আর কচুর লতি রান্না হচ্ছে

সেক্ষেত্রে দেহছায়া দুর্গন্ধে ভরা কঙ্কালসার মানুষের হওয়াই বাঞ্চনীয়

ধরো আবলুস রাত

লাগাম ছিঁড়ে ঘোড়া তিরবেগে ছুটে গেল সাত সমুদ্র 

গাছ ভূতুড়ে মাথা নেড়ে খুব মজা পেল

তাহলে দেহছায়া কার, ঘোড়ার?

তোমার মুন্ডু

তুমি না বেদ-বেদান্ত চর্চা করো



(২)


 কবি ও ডোম


দাঁড়িয়ে আছেন?

বেশ, দাঁড়িয়ে থাকুন

কি হল, বিছানায় টানটান হতে ইচ্ছে করছে?

অসুবিধে নেই, ভোর হয়ে এলো

আপনার অবগতির জন্য বলে রাখি–

আর কোনো শববাহী গাড়ি আসবে না

পৃথিবীতে শুধু দুজন মানুষ বেঁচে আছি–

আমি, যার কাব্যঘোর কেটে যাচ্ছে

ঘিলু পুড়ছে, লঙ্কা পোড়ার গন্ধ আসছে নাকে

আর আপনি, ডোম, আগুনের একলা মহেশ্বর।



জয়দীপ সেন-এর কবিতার বই 




৭টি মন্তব্য:

  1. নির্বাক করে দেয় 'কবি ও ডোম', কবিকে শুভেচ্ছা।

    উত্তরমুছুন
  2. দুটি কবিতাই অত্যন্ত সুন্দর।

    উত্তরমুছুন
  3. দুটি কবিতাই অত্যন্ত সুন্দর।

    উত্তরমুছুন
  4. দুটি কবিতাই অত্যন্ত সুন্দর।

    উত্তরমুছুন
  5. আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ

    উত্তরমুছুন