সোমনাথ মন্ডল * দু’টি কবিতা
দিশা
যৌথভাবে কাজ না করা
বিমুখ শরীর আর মন
অভিন্ন প্রস্তাব আনাচে-কানাচে
সব সরিয়ে ডুবে যাই সেই জন্মলগ্নে --
অগভীর এই সংযম
এই দেহপথ....
গিঁট খুলে দেবার কেউ নেই
খিদের পথপ্রদর্শক নেই
নিরব বয়সের বাধা নেই
ব্যথার কোনো দাবি নেই
যা কিছু পড়ে রইলো সব ভুলত্রুটি,
এক চিলতে ভাবনা নিয়ে যুদ্ধ আর...
ঝড়ে হেলে যাওয়া বেড়ার ভুলে যাওয়া
খানিকটা বিবাদ ।
নিভছে আলো
আলো মই বেয়ে উঠে এসেছিল ঘরে, একা
পথ কাঁদে, সমস্ত পথের ভিড়ে তাঁরই মুখ দেখা।
আকাশে বিভোর মুখ নয়, আভায় বেঁচে থাকা শখ..
ছুঁয়ে দেখা ভুলে, সাদা আঁচলে জাগা দাঁতনখ।
রঙ নয়, বুক চেরা খাদানে মুখোমুখি জিভে
অবয়ব ভেঙে, ঢেকেছে ধোঁয়ায় আশ্বাস নিভে।
ইচ্ছের দোরে মরে পড়েছিল পুরানো ক্ষত যত
হাওয়ায় ভেসে যায় স্বর, বেঁচে ওঠে শতশত।
তবু বোবা কথা নীচু হয়ে বসে, বিশ্বাস নয় রীতি
জেনেছ বিভেদরেখা, সূর্যাস্তের জলজ সিঁথি।
ঘরে নয়, আয়নায় চোখ বুঁজে থাকা খুঁত, সুখ ঘিরে
হেরে যায় ঘুম--পরবাসী,ডাকছে নিশান পাশ ফিরে।
সঙ্গ নয়, গন্ধে পুড়ে যাচ্ছে নেশা, এতদিনের...
শব্দের ভাষা নিভে যায় কান্নায়, দরজা শোকের।
মিছে মুখোশে চূর্ণ দেহ, সীমানায় এসো একা,
পথ কাঁদে, হাঁসে যন্ত্রণায়, দূরত্বে তাঁরই মুখ দেখা...
******************************************************************************************************************
সোমনাথ মন্ডল
পরিচিতি - প্রথমেই বাংলা কবিতার পাঠক হিসাবে নিজেকে দেখি। প্রায় সকল লেখাই পড়তে চেষ্টা করি। স্কুল ম্যাগাজিনে লেখার হাতেখড়ি। তারপর নানা কারণে দীর্ঘদিন লেখা আসেনি, করোনাকালে আবার নিজেকে জুড়তে চেষ্টা করি। সমসাময়িক বিভিন্ন লিটল ম্যাগাজিনে কবিতা প্রকাশিত।



কবির লেখার হাত যে বহুদূর যাবে, বলা যায়। শেষটি তো খুব ভালো। শুভেচ্ছা জানাচ্ছি 🙏
উত্তরমুছুন