রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

সম্পাদকীয়





স্বরবর্ণ 

সৃজন-এর মৌলিক স্বর 


সম্পাদকীয় 
স্বরবর্ণ * ২২ 
চতুর্থ বর্ষ পঞ্চম সংখ্যা
৪ ফাল্গুন ১৪৩১ * ১৭ ফেব্রুয়ারি ২০২৫


 
ভাবতে ভালো লাগছে স্বরবর্ণ * ২২ প্রকাশের সঙ্গে সঙ্গে স্বরবর্ণ তার যাত্রাপথের চারটি বছর অতিক্রম  করল। কোভিড মহামারী যখন অক্টোপাসের মতো জাপটে ধরেছে সারা বিশ্ব, সেই দুঃসময়ে তার আত্মপ্রকাশ। বছরে ছটি সংখ্যা প্রকাশের অঙ্গীকার নিয়ে সে পথ চলতে শুরু করল। একেবারে নিরবচ্ছিন্নভাবে না হলেও এই চার বছরে (৪×৬) চব্বিশটির জায়গায় সে বাইশটি সংখ্যা প্রকাশ করতে পেরেছে। এবং সেই সংখ্যাগুলি বর্তমান সময়ের নবীন প্রবীণ কবি-লেখকদের সৃষ্টিকর্মে উজ্জ্বল হয়েছে একথা জোর দিয়েই বলা যায়। সেই কারণে কবি লেখকদের কাছে তো বটেই, পাঠকের দরবারেও স্বরবর্ণ সম্ভ্রম আদায় করতে পেরেছে। এবং তা সম্ভব হয়েছে তার নিয়ম নিষ্ঠায়, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, সততা ও নান্দনিক প্রকাশের কারণে । 

    আগামীতেও স্বরবর্ণ তার এই দৃষ্টিভঙ্গি অক্ষুণ্ণ রাখবে।  কোনও বিশেষ গোষ্ঠী বা খ্যাতিমানের অক্ষম লেখার কাছে আত্মসমর্পণ নয়, যার বর্ণ প্রকৃতই স্বর সে-ই প্রকৃতপক্ষে হবে স্বরবর্ণের বন্ধু, আগামী বছরগুলির পথ চলার দিশা।
 




 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন