সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

গুচ্ছ কবিতা * রিজভী হাসনাত





রিজভী হাসনাত * কবিতাগুচ্ছ 


পূর্বাভাস 


স্যাটেলাইট  কত দুর্যোগের আগাম খবর জানিয়ে দেয়
কবে নাগাদ আঘাত হানবে
কতখানি গতিতে ল্যান্ডফল হবে ইত্যাদি ইত্যাদি 
অতচ তুমি যে আচমকা চলে যাবে
কথা বলা বন্ধ করে দিবে 
সোসাল মিডিয়াতে ব্লক করে দিবে
সে ব্যাপারে কিছুই বলে নি
বললে হয়ত
এতটা ভয়ানকভাবে লন্ডভন্ড হতাম না


অপেক্ষা 


মেঘ করেছে চোখের কোণে,
তোমার আশায় বীজ বুনে। 



শোন...!


একবার দেখে যাও এসে
কতখানি মলিন হয়েছে 
দেহ 
কতগুলো দাগ পড়েছে চোখের নিচে
একবার দেখে যাও এসে।
শুধু একবার।


নোটিফিকেশন!


কত নোটিফিকেশন আসে ফোনে
কত স্মৃতি, কত পোস্ট আর ছবি ফিরে আসে
হঠাৎ যদি তোমার ফিরে আসার একটা নোটিফিকেশন আসত৷! 






















এ তুমি কেমন তুমি! 


খুব সকালে
ঝাড়ুদার এসে রাস্তা পরিষ্কার করে 
এদিক সেদিক 
পড়ে থাকা ঝরা পাতাকে 
একসাথে জড়ো করে রাখে
অন্তরে ঠাঁই না দিলে
অন্তত জড়ো করে রাখতে পারতে
হঠাৎ বাতাসে যে উড়িয়ে দিলে
এ তুমি কেমন তুমি।




আকাঙ্খা 


বিল আর নদী পরস্পর মিলে যায়
ঘন বর্ষায়
তুমি আমি মিলতে পারিনা ক্যান?
বারবার বর্ষা আসতে পারে না আমাদের সম্পর্কে।





************************************************************************




রিজভী হাসনাত 


 পড়াশোনা করেছেন বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। সম্পন্ন করেছেন  স্নাতক ও স্নাতকোত্তর। সম্পাদনা করছেন আলোকছটা( নান্দনিক কবিতাপত্র)  নামে একটি কবিতার ছোট কাগজ। লিখে চলেছেন বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের বিভিন্ন ম্যাগাজিন,পত্রিকা এবং ছোট কাগজে। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন