সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

শুভশ্রী রায়

 



শুভশ্রী রায় * দু’টি কবিতা


আনন্দিত কানন 

মাটি-জল-আগুন-বায়ু-আকাশ,

পরস্পরের সঙ্গে মিশে যায়....

জুঁইমুহূর্তগুলো কুড়িয়ে নিই,

সংরাগস্থলের ধারে ধারে বিকশিত হয় আনন্দিত কানন।


এ জন্ম পেরিয়ে যাওয়া ভালোলাগা,

সমস্ত জীবন অতিক্রম করা সুখ অসহনীয়

তাই তো অনিত্য ;

নশ্বর এ আধার কী করে বেশি ক্ষণ রাখে ব্রহ্মান্ডের তুঙ্গসুখ!













বহুমাত্রিক

যে কবিতাটা শুরুই হয়নি

কোথায় কোথায় সে নেই?

খামখেয়ালি আকাশের নীলের এ পরত ও পরত,

ছাদের ওপর রোদ-ছায়া নিয়ে তিনটে বেড়ালের কুরুক্ষেত্র,

রাস্তায় উনুনের বিচ্ছিরি ধোঁয়া, ভাঙা কাচের চুড়ির সোহাগ,

মাছওয়ালার সঙ্গে পাড়ার বৌদিদের বাগযুদ্ধ;

সবের ভেতরেই সে কিছুটা কিছুটা রয়েছে।


তাকে আমি আরম্ভ করি না করি,

ছিটেফোঁটাও যায় আসে না তার,

বলেকয়ে অথবা চুপিসারে পাড়াসুদ্ধু লোকের জীবনের সঙ্গে 

সে জড়িয়ে,

এই আনন্দেই সে আরো অধরা হয়ে যায়;

পেছন পেছন আমি ছুটি।


ছাদে তীব্র কমলা একটা শাড়ি ঝুলছে,

সেটার পেছন থেকে সে উঁকি মারছে আপাতত,

আমার চোখেও লেগে গেছে কমলার ব্যাখ্যাতীত ঘোর....

যাই দেখি ছু্ঁতে পারি কিনা

কবিতার অনিয়মিত, অনিশ্চিত অবয়বের উজ্জ্বলতা খানিক!













********************************************************************************************




শুভশ্রী রায়

জন্ম: ১২ জানুয়ারি, ১৯৭১, কলকাতা ;পনেরো / ষোল বছর বয়স থেকে নিয়মিত লেখালিখি করছেন । থাকেন  উত্তর কলকাতার পাইকপাড়া এলাকায়। প্রকাশিত বই, একটি: অলক্ষ্মীর পাঁচালি ।


২টি মন্তব্য: