রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

কবিতা * পঙ্কজ মান্না




পঙ্কজ মান্না * দু’টি কবিতা 







সাধনা 


কতটি জন্মের পরে শুঁয়োপোকা প্রজাপতি হয়

কতটি মৃত্যুর পরে কথা বলে প্রেম দূরে,অসেতুসম্ভবে, 

রাত-জাগা তারার মতন...

তা কি জানো !


মানুষেরা মানুষের সফলতা দ্যাখে,

সাধনা দ্যাখে না













স্মৃতির সন্ত্রাস 


জীবন যদি ঠুনকো এতো ঘর ভেঙে যায় রোজ

মনখারাপের অসুখ-বেলায় নিচ্ছে কেন খোঁজ!


জীবন -জ্বরে তোমায় ভাবি,ধোয়ায় মাথা কল্প মা 

তোমার স্মৃতির জ্বরের বড়ি নাড়ছি-চাড়ছি, খাচ্ছি না 


শেষ বিকেলে আবার এলে,রেলিংজুড়ে হলুদে রোদ

তোমার স্মৃতির ধ্বংসলীলা আমার প্রাণে জোগায় মদ




****************************************************************************************************



পঙ্কজ মান্না

 জন্ম ১৯৫১ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে কদমডিহা গ্ৰাম।
ইংরেজি সাহিত্যে স্নাতক।
সরকারি চাকরি শেষে এখন অবসরপ্রাপ্ত।
বর্তমানে কলকাতাবাসী।
কবিতার সাথে বসবাস ও সহবাস বিগত  প্রায় ৫০ বছর।
প্রকাশিত কাব্যগ্রন্থ ৯ টি---
শূন্যতেই ফেরা * ডাকনাম ভালোবাসা * ক্লান্ত ধ্রুবতারাকে বলি * রং রুটে কতদূর যাবে* প্রাক্তন ফাল্গুন জানে * উজান হাওয়া * আট পংক্তির জীবনকথা * ছায়ার সাথে এ-ঘর ও-ঘর * আলোপাখি
শেষ প্রকাশিত "আলোপাখি"
কাব্যগ্ৰন্থ ১৪২৮ সালের পয়লা বৈশাখ। 
প্রকাশক- কবিপত্র প্রকাশ


1 টি মন্তব্য:

  1. কবির লেখনিতে এক প্রচ্ছন্ন অভিমান আরোহী বিনয়ে আঁকা হয়ে আছে। বেশ ভালো লাগলো। সংযত লেখা।

    উত্তরমুছুন