ছায়া সংবাদ
প্রাণজি বসাক
আজ থেকে প্রতিদিন কিছু কিছু ছায়া বন্দকে রাখব
সুদ ছাড়াই আর আমি জমা করব বিন্দু বিন্দু ছায়া
ডেট অফ বার্থ লেখা স্লিপ ট্যাগ করে রাখব ছায়াতে
যাতে মৃত্যুর পর কোনো প্রবলেম না হয় লাশগুলোর
এমনিতেও দাদাদের মাসিক টোকেন দেওয়াই আছে
এখন আর জমা রাখা ছায়ারা ভদ্র নয় ..মহাজনের
খাবে আর উসখুস করবে দিনান্ত সিন্দুকে থাকবে না
সোফা চাই বেড চাই ঝকঝকে টয়লেট চাই.. না হলে
সোজা রোদে চলে যাবে এমনকি মানুষের কাছে যাবে
অহেতুক গল্প জুড়ে মানুষদের বোকা বানাবে দিনভর
*************************************************************************
পেশায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসক ও নেশায় কবি। হিন্দি বলয়ে বাংলা ভাষার কবি। কবিতাই একমাত্র জীবনের ওষধি, একথায় বিশ্বাসী। স্কুল ও কলেজ জীবন কেটেছে উত্তরবঙ্গের তুফানগঞ্জ তথা কোচবিহার শহরে। চাকরিসূত্রে রাজধানী দিল্লিবাসী প্রায় ৪৩ বছর। আইআইটি দিল্লির ক্যাম্পাসে এবং আশেপাশে কাটালেন দীর্ঘ জীবন। কবিতা আড্ডা জমে ওঠে এখান থেকেই। খোলবাদক পিতা ছিলেন তার কবিতার প্রেরণা। মূলত লিটম্যাগের কবি। কবিতা ছোটোগল্প অণুগল্পে তিনি স্বতঃস্ফূর্ত। দেশবিদেশে বহুবার সম্মানিত। বাংলা কবিতা নিয়ে বহুবার বাংলাদেশ এবং দুবার ইউরোপ ভ্রমণ করেছেন। রূপসী বাংলা পুরস্কার, বনানী পুরস্কার , ভারত- বাংলাদেশ সাহিত্য সংহতি পুরস্কার, শৃন্বন্তু সারস্বত সম্মান, উত্তর বাংলা পুরস্কার,তিনবাংলা সম্মাননা উল্লেখযোগ্য। বিভিন্ন সময়ে তিনটি পত্রিকা এবং দুটি কাব্যসংকলন সম্পাদনা করেছেন। তাঁর রচিত কাব্যগ্রন্থের সংখ্যা ২২ টি।




বাস্তবকে সপাটে লেখার ক্ষমতা দেখালেন কবি। খুব ভালো লাগলো।
উত্তরমুছুন